Saturday, December 6, 2025
HomeSports Newsগোলকিপারদের কাছে ক্ষমা চেয়ে অবসর নিলেন ISL খেলা গোলমেশিন

গোলকিপারদের কাছে ক্ষমা চেয়ে অবসর নিলেন ISL খেলা গোলমেশিন

- Advertisement -

পেশাদার ফুটবল কেরিয়ার থেকে অবসর নিলেন ইন্ডিয়ান সুপার লিগ (ISL) খেলা গোলমেশিন। গত মরসুমে আইএসএল খেলা স্প্যানিশ ফরোয়ার্ড Carlos Martinez সদ্য অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নিজের অবসর বার্তায় গোলকিপারদের কাছে ক্ষমা চেয়েছেন কার্লোস।

Advertisements

এই কারণে মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন Apuia

   

৩৭ বছর বয়সে অবসর নিলেন স্পেনের কার্লোস মার্টিনেজ। গত মরসুমে খেলেছিলেন ইন্ডিয়ান সুপার লিগ। বয়স বেশি হলেও নিজের জাত চেনাতে ভুল করেননি তিনি। এফসি গোঁয়ার আক্রমণভাগের কান্ডারি ছিলেন তিনি। এক মরসুমে করেছিলেন দশ গোল। ২৪ ম্যাচ খেলে এই গোলগুলো করেছিলেন। অন্যকে সরাসরি পাস দিয়ে দু’টি গোল করিয়েছিলেন কার্লোস। ম্যাচ প্রতি গোলের সংখ্যা ০.৪২।

 

সোশ্যাল মিডিয়ায় কার্লোস জানিয়েছেন, ‘এ পর্যন্তই। ফুটবলার হিসেবে আমার কেরিয়ার শেষ হল। যাঁরা আমার সঙ্গে থেকেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। ভালোর জন্য এবং খারাপের জন্য উভয়ের জন্যই সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই আমাকে খুশি করেছেন।’ এরপরেই তিনি বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গোলকিপারদের কাছে ক্ষমা চাইছি।’

Khalid Jamil: কাগজে সই করেই ইতিহাস গড়েছেন খালিদ

এফসি গোয়া তাদের সোশ্যা মিডিয়া প্রোফাইল থেকে লিখেছে, ‘ভালো কাটুক অবসর জীবন। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল।’

 

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular