HomeSports Newsজাতীয় দলের জন্য আবেদন আইএসএলের দুই প্রাক্তন কোচের

জাতীয় দলের জন্য আবেদন আইএসএলের দুই প্রাক্তন কোচের

- Advertisement -

সোমবার ইগর স্টিমাচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। চুক্তির মেয়াদ থাকলেও তার তত্ত্বাবধানে একেবারে হতাশাজনক পারফরম্যান্স থেকেছে ব্লু-টাইগার্সদের (Indian National Football Team)। মার্চ মাসে দুর্বল আফগানিস্তানের কাছে নিজেদের দেশের মাটিতেই পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। তারপর থেকেই দলের হেড কোচের ভূমিকা নিয়ে উঠে আসতে থাকে একাধিক প্রশ্ন।

তবে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের কুয়েত ম্যাচের উপরেই নির্ভর করছিল এই বিদেশী কোচের ভবিষ্যত। সেই ম্যাচে ও খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। তারপর কাতার ম্যাচে এগিয়ে থেকেও পরাজিত হতে হয়েছে তাদের।

   

এরপরেই স্টিমাচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এআইএফএফ। বর্তমানে ভারতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। সেক্ষেত্রে এবার ভারতীয় কোচদের দিকেই বাড়তি নজর রয়েছে তাদের। তবে জাতীয় দলের দায়িত্বের জন্য এবার নাকি আবেদন করেছেন ইন্ডিয়ান সুপার লিগের দুই প্রাক্তন কোচ। যাদের মধ্যে রয়েছেন স্টাইকোস ভার্গেটিস এবং সাইমন গ্ৰেসন। উল্লেখ্য, আইএসএলের ক্ষেত্রে যথেষ্ট পরিচিত এই দুই বিদেশী ম্যানেজার। একটা সময় সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিতে কোচিং করিয়েছিলেন গ্ৰেসন। সেবার এই টুর্নামেন্টের রানার্স হয়েছিল দল।

অন্যদিকে, গত সিজনে পাঞ্জাব এফসির কোচের ভূমিকায় দেখা গিয়েছিল স্টাইকোস ভার্গেটিসকে। বলাবাহুল্য, তার তত্ত্বাবধানে টুর্নামেন্টের প্রথম মরশুমে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এই ফুটবল ক্লাবের। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকা সম্ভব না হলেও একের পর এক দাপুটে দলকে সহজেই আটকে দিয়েছিল পাঞ্জাব। কিন্তু সিজন শেষে কোচকে বিদায় জানায় দল। কিন্তু এবার কার হাতে দেওয়া হয় ভারতীয় দলের দায়িত্ব সেটাই দেখার।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular