মুম্বাই সিটি এফসির সমর্থকদের অন্যতম পছন্দের কোচ হিসেবে বিবেচিত ডেস বাকিংহাম (Des Buckingham)। কিরঘিজ কোচ পেট্র ক্র্যাটকির দায়িত্ব গ্ৰহনের পূর্বে তাঁর তত্ত্বাবধানেই কয়েক মরসুম অনবদ্য পারফরম্যান্স করেছিল রনবীর কাপুরের ফুটবল ক্লাব। এমনকি তাঁর দায়িত্বের শেষ বছরে আইএসএলের অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেছিল মুম্বই সিটি। কিন্তু সেবার সেমিফাইনালে হেরে যেতে হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার দরুন লিগ শিল্ড জয় করে মুম্বই। এক কথায় যা বিরাট সাফল্য। সেই সুবাদেই পরবর্তীতে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল দেশের বানিজ্য নগরীর এই ক্লাব।
যেখানে মুম্বাই দলকে লড়াই করতে হয়েছিল এফসি নাসাফ থেকে শুরু করে আল হিলালের মতো শক্তিশালী দলের সঙ্গে। সেখানে খুব একটা সুবিধা করা সম্ভব না হলেও আল হিলালের বিপক্ষে ছাংতেদের দাঁতে দাঁত চেপে লড়াই মন জয় করেছিল সকলের। এই সমস্ত কিছুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাকিংহাম। কিন্তু পরবর্তীতে আর ভারতে থাকতে চাননি এই ব্রিটিশ কোচ। চলে গিয়েছিলেন নিজের পুরোনো দল অক্সফোর্ড ইউনাইটেডে। হাল ধরেছিলেন শক্ত হাতে। কিন্তু গত বছরের ডিসেম্বরেই তাঁর সঙ্গে চুক্তি ছিন্ন করেছিল অক্সফোর্ড। তারপর থেকেই তাঁর ভারতে ফিরে আসার কথা উঠে আসতে শুরু করেছিল বারংবার।
বিশেষ করে এক্ষেত্রে সকলের কেন্দ্রবিন্দুতে ছিল কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি। যদিও পরবর্তীতে তা সম্ভব হয়নি। তবে এবার ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড জয়ী কোচকে নিয়ে উঠে আসলো নয়া তথ্য। সেই অনুযায়ী অক্সফোর্ড ইউনাইটেডের পর এবার সৌদি আরবের ক্লাবের দায়িত্বে আসলেন ডেস বাকিংহাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার থেকে রোনাল্ডোদের লিগে কোচিং করাবেন এই হাইপ্রোফাইল কোচ। বেশকিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছেন মুম্বাই সিটি এফসির এই প্রাক্তন কোচ।
যারফলে এবার থেকে আল-খুলুদ ফুটবল ক্লাবের দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে সৌদি প্রো লিগের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ কর্নেল ডোব্রে। তাঁর সাথেই এই নতুন সিজন শুরু করবেন ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সফল এই ম্যানেজার।