ব্যাটিং নয়, চাই উইকেট টেকার! তারকা স্পিনারকে নিয়ে ‘বিস্ফোরক’ প্রাক্তন ক্রিকেটার

Former Indian Crickter said Kuldeep Yadav may miss playing XI in Asia Cup 2025

এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) ঘিরে যখন ভারতীয় দল নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে, তখন নতুন করে বিতর্কের কেন্দ্রে ‘চায়নাম্যান স্পিনার’ কুলদীপ যাদব (Kuldeep Yadav)। স্কোয়াডে জায়গা পেলেও তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। ভারতের প্রাক্তন স্পিনার (Former Indian Crickter) মনিন্দর সিংয়ের (Maninder Singh) সাম্প্রতিক মন্তব্যে সেই বিতর্ক আরও জোরালো হয়েছে।

ফুটবলার না ছেড়ে ক্লিনশিট পেল মোহনবাগান! সন্দেশ ইস্যুতে ধাক্কা ফেডারেশনের

   

মনিন্দর সিং স্পষ্টভাবেই জানিয়েছেন, কুলদীপ যাদবের অনুপস্থিতি ভারতের পারফরম্যান্সকে প্রভাবিত করছে। তাঁর মতে, ইংল্যান্ড সফরে কুলদীপ যদি একাদশে খেলতেন, তাহলে ভারত সিরিজটি ৩-১ ব্যবধানে জিতে নিতে পারত। মনে করিয়ে দেন, পাঁচ ম্যাচের ওই টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়।

ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে মনিন্দর বলেন, “কুলদীপ একজন ম্যাচ উইনার। ইংল্যান্ডের মতো প্রতিকূল কন্ডিশনেও তার ভ্যারিয়েশন এবং চায়নাম্যান স্পিন অনেক বেশি কার্যকর হতে পারত। ওর জায়গায় যারা খেলেছে, তারা সেইভাবে প্রভাব ফেলতে পারেনি।” তিনি আরও বলেন, “এই মুহূর্তে ভারতের স্পিন আক্রমণে কুলদীপ যাদব সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। অথচ, বারবার তাঁকে উপেক্ষা করা হচ্ছে।”

মনিন্দরের মতে, আসন্ন এশিয়া কাপেও কুলদীপ যাদব একাদশে সুযোগ নাও পেতে পারেন। তিনি বলেন, “ম্যানেজমেন্ট সম্ভবত কুলদীপের পরিবর্তে অক্ষর প্যাটেল বা বরুণ চক্রবর্তীকে প্রাধান্য দেবে। কারণ অক্ষর ব্যাটিংয়েও অবদান রাখতে পারে এবং বরুণের রহস্য স্পিন অনেক সময় কাজ করে।” তাঁর কথায়, “যদি দু’জন স্পিনার খেলানো হয়, তাহলে কুলদীপের জায়গা পাওয়া নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।”

পদপিষ্টকাণ্ডে নীরবতা ভাঙলেন কোহলি, তবু প্রশ্ন ‘দেরি কেন?’

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে কুলদীপের অবদান ছিল চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেট তুলে নিয়ে দলকে বারবার ম্যাচে ফিরিয়ে এনেছিলেন তিনি। অথচ, সেই পারফরম্যান্স সত্ত্বেও সাম্প্রতিক সিরিজগুলিতে তাঁকে বেশিরভাগ সময় বেঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, শুধুমাত্র ব্যাটিং দক্ষতার জন্য যদি অক্ষরকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে একজন বিশেষজ্ঞ উইকেট টেকিং বোলার হিসেবে কুলদীপের গুরুত্ব কমে যাচ্ছে, যা ভারতীয় দলের পক্ষে বিপজ্জনক হতে পারে।

কাফা কাপের মাঝপথে সংসার ভাঙল জামিলের! ছিটকে গেলেন রক্ষণের স্তম্ভ

এখন দেখার, টিম ম্যানেজমেন্ট মনিন্দর সিংয়ের এই মন্তব্যকে কতটা গুরুত্ব দেয় এবং কুলদীপ যাদবকে একাদশে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় কি না। কারণ, বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা ও উইকেট নেওয়ার ক্ষমতা, দু’টিই ম্যাচ জেতাতে পারে।

Former Indian Crickter said Kuldeep Yadav may miss playing XI in Asia Cup 2025

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleবিশ্বজুড়ে ডাউন চ্যাটজিপিটি, টুইটার-ফেসবুকে অভিযোগের ঝড়
Next articleহিমাচল প্রদেশে ভূমিধসে মৃত ৭, কুল্লুতে এখনও নিখোঁজ ২
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।