ভারতীয় দলের হয়ে একসময় তারা ছিলেন একে অপরের সতীর্থ। তবে একদা ছেলে যুবরাজের সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ফের সরব হলেন যুবরাজ সিংহের বাবা যোগরাজ সিংহ। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজের কেরিয়ার শেষ করার জন্য মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) দায়ী করেছেন যোগরাজ সিংহ (Yograj Singh)। এছাড়াও তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেবকেও নিশানা করেছেন তিনি। তবে বাবাকে নিয়ে সমালোচনার মাঝে মুখ খুলেছেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)।
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআর-এ সূর্যকুমার? প্রকাশ্যে বড় খবর
ভারতীয় ক্রিকেটে প্রাক্তন তারকা যোগরাজ সিং বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। কোনরকম রাখঢাক না করেই সাংবাদিকদের সাবলীল ভাষায় উত্তর দেন তিনি। মঙ্গলবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। যুবরাজের কেরিয়ার প্রসঙ্গে তিনি এদিন বলেন, ‘আমি মহেন্দ্র সিং ধোনিকে ক্ষমা করব না। ওর উচিত আয়নার নিজের মুখ দেখা। ও অনেক বড় ক্রিকেটার, কিন্তু ও আমার ছেলের সঙ্গে যেটা করেছে, সব এখন সামনে আসছে। আমার সঙ্গে যে খারাপ করেছে তাকে কোনওদিন ক্ষমা করব না আর আমি কোনওদিন ওকে জড়িয়ে ধরব না।’
ফের চাপে ঈশান কিষাণ? রিপোর্ট ঘিরে জল্পনা
তবে এদিন বাবাকে নিয়ে বিতর্কের মাঝে মুখ খুলেছেন যুবরাজ সিংহ (Yuvraj Singh) । বিশ্বকাপ জয়ী ভারতের এই তারকা এক সাক্ষাৎকারে বলেন,”আমার মনে হয় বাবার মানসিক সমস্যা রয়েছে। বাবা স্বীকার করতে চায় না। কিন্তু ওর উচিত এই বিষয়ে কথা বলা। ও স্বীকার না করলেও এটাই সত্যি।”
ধোনির জন্যই ছেলে যুবরাজকে অনেক আগে খেলা ছাড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন যোগরাজ। এদিন ভারতের প্রাক্তন বোলার আরো বলেন, “‘এই মানুষটা আমার ছেলের কেরিয়ার শেষ করে দিয়েছে, ও আরও ৪-৫ বছর খেলতে পারতো। যুবরাজ সিংকে ভারতরত্ন দেওয়া উচিত। ও যেভাবে ক্যান্সার জয় করে বিশ্বকাপ জিতেছে সেটা নজিরবিহীন।”
সিএবির বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেতে চলেছেন অনুষ্টুপ
এছাড়াও এই বিতর্কের মাঝে তিনি কপিলদেবকে নিয়েও বলেন ” আমি কপিলকে বলেছিলাম, এমন একটা সময় আসবে যখন গোটা বিশ্ব তোমাকে অভিশাপ দেবে।” এছাড়াও তাঁর বাদ পড়ার জন্য কপিলকে দায়ী করেন তিনি। তবে যোগরাজের (Yograj Singh) এই মন্তব্যের জেরে সমাজ মাধ্যমে প্রবল বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে।