কোহলির টেস্ট অবসর নিয়ে ‘বিরাট’ মন্তব্য শেহবাগের

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) ইতিহাসে বিরাট কোহলি (Virat Kohli) এমন এক নাম, যিনি দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে অসংখ্য রেকর্ড নিজের…

Virender Sehwag once again questioned Virat Kohli Test retirement

ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) ইতিহাসে বিরাট কোহলি (Virat Kohli) এমন এক নাম, যিনি দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে অসংখ্য রেকর্ড নিজের দখলে নিয়েছেন তিনি। কিন্তু ২০২৫ সালের ১২ মে টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়ে সকলকে চমকে দেন কোহলি। প্রাক্তন ক্রিকেটার এবং ভারতের অন্যতম সফল ওপেনার বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag) এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। তিনি মনে করেন যে বিরাট কোহলি আরও অন্তত দুই বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতেন।

শেহবাগের মন্তব্য ও বিশ্লেষণ

   

এক সাক্ষাৎকারে শেহবাগ বলেন, “নিঃসন্দেহে, আমি মনে করি কোহলি টেস্ট ফরম্যাট থেকে খুব তাড়াতাড়ি অবসর নিয়েছে। সে যেভাবে নিজের ফিটনেস বজায় রেখেছে, তাতে করে সে আরও অন্তত দুই বছর খেলে যেতে পারত। তবে কেন সে এমন সিদ্ধান্ত নিল, সেটা একমাত্র বিরাটই জানে। এটা একজন খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত তার ইচ্ছা, মানসিক ক্লান্তি কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে।”

শেহবাগ আরও বলেন, “আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৩ রানের যে ইনিংসটি বিরাট খেলেছে, তা আবার প্রমাণ করে দেয় যে সে এখন শারীরিক ও মানসিকভাবে দারুণভাবে প্রস্তুত। এমন পারফরম্যান্স দেখিয়ে সে বোঝায় যে এখনো তার অনেক কিছু দেবার বাকি ছিল ভারতের টেস্ট দলের জন্য।”

কোহলির টেস্ট কেরিয়ার এক নজরে

বিরাট কোহলি তার টেস্ট কেরিয়ারে মোট ১২৩ ম্যাচ খেলেছেন এবং ৯২৩০ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে রয়েছে ২৯টি শতরান এবং ২৯টি অর্ধশতরান। ২০১৪ সালে ধোনির বিদায়ের পর টেস্ট দলের অধিনায়ক হন কোহলি এবং তার অধিনায়কত্বে ভারত অনেক ঐতিহাসিক সিরিজ জয় করেছে – বিশেষ করে অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ জয় ছিল স্মরণীয়।

Advertisements

রোহিত ও কোহলির বিদায় এবং নতুন অধ্যায়ের সূচনা

রোহিত শর্মারও টেস্ট থেকে বিদায়ের পরপরই কোহলির অবসর আরও বিস্ময় সৃষ্টি করে ক্রিকেট মহলে। ভারতের টেস্ট ক্রিকেট যেন এক নতুন অধ্যায়ে প্রবেশ করল। এই নতুন অধ্যায়ের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়েছে তরুণ শুভমন গিলের উপর। বিসিসিআই ইংল্যান্ড সফরের জন্য যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে, সেখানে সবচেয়ে বড় চমকই ছিল ২৫ বছর বয়সি শুভমন গিলকে অধিনায়ক করা।

ইংল্যান্ড সফর এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ

আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, যেখানে নতুন অধিনায়ক হিসেবে শুভমনের নেতৃত্বে খেলবে ভারত। অনেকেই মনে করছেন, বিরাট কোহলি যদি দলে থাকতেন, তাহলে তরুণ অধিনায়কের জন্য অভিজ্ঞতার দিক থেকে অনেক বড় সহায়তা হতেন। তবে এখন দায়িত্ব নিতে হবে নতুনদের, আর সেটাই আগামী দিনের ভারতীয় টেস্ট দলের জন্য হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিরাট কোহলির টেস্ট থেকে বিদায় যেন এক যুগের অবসান। তবে শেহবাগের মতো অনেক প্রাক্তন ক্রিকেটার এবং সমর্থকরা মনে করেন, তিনি আরও কিছুদিন খেলতে পারতেন এবং তরুণদের অনুপ্রেরণা জোগাতে পারতেন। তার সিদ্ধান্ত ব্যক্তিগত হলেও, ক্রিকেটপ্রেমীদের মনে থেকে যাবে এই প্রশ্ন – “আসলে কি এখনই সময় ছিল অবসরের?”