কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)। তার আগে ভারতীয় ক্রিকেট দলে চলছে চূড়ান্ত প্রস্তুতি, পাশাপাশি উঠছে নানা প্রশ্ন। বিশেষ করে উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনের (Sanju Samson) ভূমিকা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ব্যাটার (Former Indian Cricketer) সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতে, সঞ্জুর (Sanju Samson) মতো ক্রিকেটারকে স্কোয়াডে রাখা মানে প্রথম একাদশের বাইরে রাখার কোনো মানে হয় না।
ভারতের এশিয়া কাপ স্কোয়াডে ওপেনার হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে শুভমন গিল এবং অভিষেক শর্মা। ফলে সঞ্জুর ওপেন করার সম্ভাবনা কমছে। তাই প্রশ্ন উঠছে, টপ অর্ডারে জায়গা না পেলে সঞ্জুর ভূমিকা কী হবে? এমন পরিস্থিতিতে একাদশে জায়গা করে নিতে কড়া প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে তাঁকে, বিশেষ করে জিতেশ শর্মার মতো ফিনিশারের সঙ্গে।
সুনীল গাভাসকর স্পষ্ট জানিয়েছেন, “সঞ্জুর মতো একজন খেলোয়াড়কে যখন দলে নেওয়া হয়েছে, তখন তাঁকে রিজার্ভে বসিয়ে রাখার মানে হয় না। আমার মতে, ও তিন নম্বরে ব্যাট করতে পারে। প্রয়োজনে ছয় নম্বরেও ব্যাট করতে পারে।” তিনি আরও বলেন, “জিতেশও দুর্দান্ত খেলেছে আইপিএলে। তবে সঞ্জু কিছুটা এগিয়ে। আমার ধারণা, অন্তত প্রথম কয়েকটি ম্যাচে সঞ্জুই সুযোগ পাবে। তারপর ফর্ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
গাভাসকর বলেন, “এটা একটা ভালো ‘হেডেক’ নির্বাচকদের জন্য। একজন সঞ্জু, যিনি তিন নম্বরে ব্যাট করতে পারেন, আবার দরকার হলে ছয় নম্বরে ফিনিশারের ভূমিকাও নিতে পারেন। অন্যদিকে, জিতেশ এমন একজন ব্যাটার যিনি নিচের দিকে কার্যকরী এবং আইপিএলে ভালো পারফর্ম করেছেন। দুইজনেই দারুণ ফর্মে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও দল গঠনের জন্য ইতিবাচক ব্যাপার।”
এই মুহূর্তে শুভমন গিল এবং অভিষেক শর্মার ওপেন করা একপ্রকার নিশ্চিত। তিন নম্বরে যদি সঞ্জুকে রাখা হয়, তাহলে তিলক বর্মা এবং হার্দিক পাণ্ডিয়া পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করবেন বলেই অনুমান। এই প্রসঙ্গে গাভাসকর বলেন, “তিলকের ম্যাচ ফিনিশিং ক্ষমতা দারুণ। ওকে পাঁচ-ছয়ে রাখা যেতে পারে। হার্দিকও ফিনিশার হিসেবে দুর্দান্ত। ফলে সঞ্জুকে তিন নম্বরে নামানো হলে ভারসাম্য বজায় থাকবে।”
শুভমন গিলের অন্তর্ভুক্তি দলের জন্য যেমন ইতিবাচক বার্তা, তেমনি তা তৈরি করেছে ব্যাটিং অর্ডারে অতিরিক্ত ভিড়। টেস্টে ৭৫০ বেশি রান করে এসেছেন ইংল্যান্ড সফর থেকে। আইপিএলে গুজরাট টাইটান্সের নেতৃত্ব দিয়ে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে। গাভাসকরের কথায়, “ওর সামর্থ্য নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। এমন ফর্মে থাকা ব্যাটারকে দলে রাখা একদমই স্বাভাবিক সিদ্ধান্ত।”
আগামী ১০ সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে। সেই ম্যাচে প্রথম একাদশে কাদের দেখা যাবে, সেটা এখনই বলা কঠিন হলেও গাভাসকরের মতামত দল নির্বাচনে একটা বড় ইঙ্গিত। তাঁর মতে, সঞ্জু স্যামসনের মতো প্রতিভাবান খেলোয়াড়কে একাদশে রাখা উচিত। এরপর ফর্ম বিবেচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
Former Indian Cricketer Sunil Gavaskar Advice To Gautam Gambhir Regarding Sanju Samson ahead Asia Cup 2025