Sourav Ganguly : বিনা প্রতিদ্বন্দ্বিতায় CAB মসনদে বসছেন মহারাজ, কি বললেন দুর্নীতি নিয়ে?

বাংলার ক্রিকেট প্রশাসনে আবারও মহারাজের (Sourav Ganguly) প্রত্যাবর্তন। কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াই দ্বিতীয়বারের জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি (CAB) সভাপতি হতে চলেছেন সৌরভ…

Former Indian Captain Sourav Ganguly will be the new President of CAB

বাংলার ক্রিকেট প্রশাসনে আবারও মহারাজের (Sourav Ganguly) প্রত্যাবর্তন। কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াই দ্বিতীয়বারের জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা সিএবি (CAB) সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার মনোনয়ন জমা দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে (CAB President) বসার পথ একপ্রকার পাকা করেই ফেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক (Former Indian Captain) ও বিসিসিআইয়ের (BCCI) প্রাক্তন সভাপতি।

East Bengal in CFL : ইস্টবেঙ্গলের প্রতিশোধ! সুপার সিক্সে ডায়মন্ডকে হারিয়ে কি বললেন প্রভাত লাকরা?

   

সিএবির সভাপতি পদে মনোনয়নের শেষ দিন ছিল ১৪ সেপ্টেম্বর। সৌরভ ও তাঁর প্যানেলের সদস্যরা ওই দিনই ইডেনে গিয়ে মনোনয়ন জমা দেন। বিরোধী শিবিরের তরফে কেউ প্রার্থী না হওয়ায় নির্বাচন আর হচ্ছে না। ফলে ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে সৌরভের নাম ঘোষিত হবে।

সৌরভের প্যানেলে রয়েছেন বাবলু কোলে (সচিব), মদন মোহন ঘোষ (যুগ্ম সচিব), সঞ্জয় দাস (কোষাধ্যক্ষ), এবং নিশীথ রঞ্জন দত্ত (সহ সভাপতি)। প্রাক্তন প্রশাসক হিসেবে এই সকল সদস্যরাও দীর্ঘদিন ক্রিকেট প্রশাসনে যুক্ত। প্রায় দু’দশক পরে ফের সচিব হিসেবে ফিরছেন বাবলু কোলে।

দ্বিতীয় ইনিংসের সূচনা

২০১৫ সালে প্রথমবার সিএবির সভাপতি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সময় প্রয়াত জগমোহন ডালমিয়ার মৃত্যুর পরে তাঁকে এই পদে আনা হয়েছিল। ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হওয়ার জন্য তিনি সিএবির পদ থেকে ইস্তফা দেন। এবার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর তাঁর ছেড়ে দেওয়া আসনেই আবার ফিরলেন সৌরভ।

তাঁর এই প্রত্যাবর্তনের পেছনে দীর্ঘ দেড় বছরের প্রস্তুতি ছিল। জেলায় জেলায় ঘুরে, বিভিন্ন ক্লাব ও অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ রেখে সৌরভ আবার গড়ে তুলেছেন নিজের সমর্থনের ভীত। তিনি জানিয়েছেন, “নির্বাচনের জন্য আমি গত দেড় বছর ধরে বাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা সবাই এক। সবাইকে নিয়েই কাজ করতে হবে।”

India Pakistan Match: ভারত-পাক ম্যাচ নিয়ে বিজেপিকে তুলোধোনা বিশ্বকাপজয়ী সাংসদ

বিরোধী শিবিরের নীরবতা

প্রথমে জল্পনা ছিল, অভিষেক ডালমিয়া প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সৌরভের জয় সুনিশ্চিত হয়। অনেকেই মনে করছেন, এই নির্বাচনে সৌরভের নামের ও ব্যক্তিত্বের ওজনই বিরোধী শিবিরকে পিছু হটতে বাধ্য করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ

সৌরভ জানিয়েছেন, বাংলার ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তিনি ফের প্রশাসনে ফিরেছেন। কোচ লক্ষ্মীরতন শুক্লা ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করে পারফরম্যান্স উন্নতির পরিকল্পনা রয়েছে তাঁর। একইসঙ্গে, জেলা স্তরের ক্রিকেটেও বড়সড় রদবদলের ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisements

সিএবিতে সম্প্রতি কিছু আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তা প্রসঙ্গে সৌরভ বলেন, “কোনও সংস্থায় এ রকম হয় না। সব সামলেই এগিয়ে যেতে হবে।” প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকেও নজর থাকবে বলে জানান তিনি।

বিসিসিআইতে প্রতিনিধি হিসেবে সৌরভ

আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলেছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। সিএবি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, সেই সভায় বাংলার প্রতিনিধি হিসেবে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে জাতীয় স্তরেও ফের একবার তাঁর প্রভাব প্রতিফলিত হবে।

Super Cup 2025: সুপার কাপে কার্যত অনিশ্চিত এই ফুটবল ক্লাব

প্রশাসনের পাশাপাশি ব্যস্ততা বহুমুখী

বিসিসিআই থেকে সরে দাঁড়ানোর পরও ক্রিকেট থেকে দূরে যাননি সৌরভ। দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবেও রয়েছেন। সম্প্রতি নিলামে ডিওয়াল্ড ব্রেভিসকে দলে টেনে আবারও নিজের ক্রিকেট-মস্তিষ্কের প্রমাণ দিয়েছেন তিনি।

সিএবির সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে একপ্রকার রাজকীয়ভাবেই। কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই, সর্বসম্মতভাবে তাঁর প্যানেল নির্বাচিত হতে চলেছে। বাংলার ক্রিকেট কতটা লাভবান হবে এই প্রশাসনিক পরিবর্তনে, তা সময়ই বলবে। তবে একথা স্পষ্ট, সৌরভ মানেই প্রত্যাশা, সৌরভ মানেই নেতৃত্ব আর এবার সেই নেতৃত্বই আবার বাংলার ক্রিকেটকে নতুন দিশা দেখাতে চলেছে।

Former Indian Captain Sourav Ganguly will be the new President of CAB