এশিয়া কাপ (Asia Cup 2025) শুরু হওয়ার ঠিক আগে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (BCCI)। ৭০ বছর বয়সের সীমা পেরিয়ে যাওয়ায় বিসিসিআইয়ের সভাপতি (BCCI President) পদ থেকে সরে দাঁড়ালেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রজার বিনি (Roger Binny)। বোর্ডের সংবিধান অনুযায়ী, কোনও ব্যক্তি ৭০ বছর পেরোলেই পদে থাকা সম্ভব নয়। ফলে নিয়ম মেনেই রজার বিনিকে অবসর নিতে হল।
ভারতে আসার আগেই অবসর! ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার জার্সিতে ‘স্পেশাল ম্যাচ’ মেসির
তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বোর্ডের দীর্ঘদিনের সহ-সভাপতি রাজীব শুক্লা। যদিও এখনও বোর্ডের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে জাতীয় সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বোর্ডের সাম্প্রতিক অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে।
বর্তমানে বিসিসিআই পরিচালিত হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরএম লোধা কমিটির সুপারিশ অনুযায়ী। এই নিয়ম অনুযায়ী, বোর্ডের কোনও পদে কেউ ৭০ বছর বয়সের পরে থাকতে পারেন না। যদিও সদ্য সংসদে পাশ হওয়া ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স আইন অনুযায়ী বয়সসীমা বাড়িয়ে ৭৫ বছর করা হয়েছে, তবু তা এখনও ভারতীয় বোর্ডের ক্ষেত্রে কার্যকর হয়নি।
Read Hindi: एशिया कप से पहले टीम इंडिया को बड़ा झटका, BCCI अध्यक्ष पद से हटे वर्ल्ड कप विजेता गेंदबाज़ रॉजर बिन्नी
আইনটি পুরোপুরি কার্যকর হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে সূত্রের খবর। যদি এই নতুন আইন BCCI ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তবে ভবিষ্যতে রজার বিনির সভাপতি পদে ফেরার সুযোগ তৈরি হতে পারে। এই প্রশাসনিক পরিবর্তনের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে, ভারতীয় দলের প্রধান স্পনসর নির্বাচন।
এক বোর্ড আধিকারিক জানিয়েছেন, “আমাদের হাতে সময় খুবই কম। মাত্র দু’সপ্তাহের মধ্যে এশিয়া কাপ শুরু হয়ে যাচ্ছে। আমরা শুধু টুর্নামেন্টের জন্য সাময়িক স্পনসর চাই না, বরং দীর্ঘমেয়াদি চুক্তির কথা ভাবছি।”
বিষ্ণু-ডেভিডদের উপর ভরসা রেখে গ্ৰুপের শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের
৬৫ বছর বয়সী রাজীব শুক্লা ২০২০ সাল থেকে বোর্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। IPL গভর্নিং কাউন্সিলের প্রাক্তন সদস্য হিসেবে তাঁর অভিজ্ঞতা রয়েছে বিপুল। তিনি ইতিমধ্যেই বোর্ডের দৈনন্দিন কাজকর্ম সামলাচ্ছেন এবং আগামী সেপ্টেম্বর মাসে বার্ষিক সাধারণ সভা (AGM) পর্যন্ত তিনিই বোর্ডের অন্তর্বর্তী সভাপতি পদে থাকবেন।
২০২২ সালের ১৮ অক্টোবর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় বোর্ডের সভাপতি পদে আসেন রজার বিনি। তাঁর সময়েই উইমেন্স প্রিমিয়ার লিগ চালু হয়, যা মহিলা ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। যদিও WPL-এর পরিকল্পনা তাঁর আগেই শুরু হয়েছিল, তবুও তার বাস্তবায়ন হয় বিনির সময়েই।
১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং সর্বোচ্চ উইকেটশিকারি রজার বিনি ভারতীয় ক্রিকেটে বহু গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। অনূর্ধ্ব-১৯ দলের কোচ, জাতীয় নির্বাচক থেকে শুরু করে কর্ণাটক ক্রিকেট সংস্থার সভাপতি পর্যন্ত।
🚨 Big change at BCCI
Roger Binny steps down as BCCI President
Vice-president Rajeev Shukla takes over as interim chief till elections in September
Main challenge ahead is finding a new lead sponsor before the Asia Cup starts Sept 9th
Binny’s exit comes in line with the… pic.twitter.com/hFx9OZfqs0
— Nabila Jamal (@nabilajamal_) August 29, 2025
Former India pacer Roger Binny Steps Down As BCCI President ahead of Asia Cup 2025