East Bengal: ইস্টবেঙ্গলের লড়াকু ফুটবল দেখে খুশি অর্ণব

Arnab Mondal

মাত্র ১০-১২ দিন অনুশীলন করেই ডুরান্ড খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এখন পর্যন্ত তিনটে ম্যাচ খেলেছে স্টিফেন কনস্টানটাইনের দল। দুটো ম্যাচ ড্র করেছে পাশাপাশি ডার্বি ম্যাচে আত্মঘাতী গোলে হেরে গিয়েছে তারা। দলের পারফরম্যান্সে লাল-হলুদ সমর্থকরা কিছুটা খুশি।

যদিও ডার্বি হারায় তারা আহত।তারা মনে করছেন স্টিফেনের দল যথেষ্ট লড়াই করছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রাক্তন ফুটবলার অর্ণব মন্ডলও মনে করছেন ইস্টবেঙ্গল যথেষ্ট লড়াই করছে ডুরান্ডে, ইস্টবেঙ্গলে পারফরম্যান্স প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সবে তিনটে ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। দশ বারো দিন প্র্যাকটিস করে নেমেছে তারা। তাই এই ইস্টবেঙ্গলের থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। ডার্বি ম্যাচে ওরা আত্মঘাতী গোলে হেরেছে। আট-দশটা ফুটবলার প্রথম ডার্বি খেলেছে। যথেষ্ট লড়াই করেছে। তিন নাম্বার ম্যাচই ডার্বি ছিল। সেক্ষেত্রে অনেক শক্ত লড়াই ছিল ইস্টবেঙ্গলের।

   

ইস্টবেঙ্গলের কোচ কে আমি চিনি। উনার অধীনে আমি খেলেছি ।ইস্টবেঙ্গল কোচ ফুটবলারদের মধ্যে লড়াকু মানসিকতা তৈরি করেন। ইস্টবেঙ্গল সেই জন্যেই লড়াই করছে ।এই নতুন ফুটবলারা আরও অনুশীলন করলে ভালো ফুটবল খেলবে বলে মনে করছি। ইস্টবেঙ্গল দল নিয়ে আমি আশাবাদী।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন