ভারতীয় ফুটবলে প্রথম ম্যাচে নজর কেড়েছে ইন্টার কাশি। গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের বিরুদ্ধে ২-২ স্কোরলাইন শেষ করেছে ম্যাচ। গোল করেছেন ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া এক ফরোয়ার্ড।
শনিবার থেকে শুরু হয়েছে আই লীগ ২০২৩। টুর্নামেন্টের প্রথম দিনে ছিল দুটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে গোকুলাম কেরালা ফুটবল ক্লাবের মুখোমুখি হয়েছিল ইন্টার কাশি। খেলায় দু’বার পিছিয়ে পড়ার পরেও পয়েন্ট ছিনিয়ে নিয়েছে তারা। ইন্টার কাশির হয়ে প্রথম ম্যাচে গোল করে নজর কেড়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার এডমুন্ড লালরিনডিকা।
এডমুন্ড লালরিনডিকার কথা ইস্টবেঙ্গল সমর্থকদের হয়তো এখনও মনে আছে। লাল হলুদ জার্সি পরে কিছু ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। মিজোরামের তরুণ এই ফুটবলারকে দেশের অন্যতম সেরা উদীয়মান ফরোয়ার্ড হিসেবে এক সময় গণ্য করা হতো। এখন তার বয়স ২৪ বছর। ২০১৮ সাল থেকে যুক্ত হয়েছিলেন বেঙ্গালুরু এফসির সঙ্গে। তবে সুযোগ পেয়েছেন নামমাত্র। বেশিরভাগ সময় কাটিয়েছিলেন মাঠের বাইরে।
29’ GOOOOAAAAAAAL!
Edmund scores our first goal in I-League! Passi takes a quick throw in, Barco receives, makes a swift turn and fires the ball into the six yard box! Edmund just has to tap it in! 🔥
Gokulam Kerala 1-1 Inter Kashi#InterKashi #HarHarKashi #IndianFootball…
— Inter Kashi (@InterKashi) October 28, 2023
Edmund Lalrindika নিজের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি। ম্যাচ টাইম খুব একটা পাননি। ইস্টবেঙ্গলের হয়েও যে দারুণ কিছু করে দেখিয়েছিলেন এমনটা নয়। তবে তরুণ মিজো ফরোয়ার্ডকে নিয়ে আশা এখনও রয়েছে। ইন্টার কাশির হয়ে সুযোগ পেলে হয়তো আরও ভালো কিছু করে দেখাবেন। নতুন দলের হয়ে প্রথম ম্যাচে গোল করে ফের প্রত্যাশা বাড়িয়ে দিলেন তিনি।