ময়দানের পড়শী ক্লাবে যোগ দিলেন ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলার

বিপদ পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের (East Bengal)। ঘটে চলেছে একের পর এক বিপদ। ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ হেরে, হারের হ্যাটট্রিক। হটাৎই কোচের পদ থেকে ইস্তফা কার্লেস কুয়াদ্রাতের। এরপর জামশেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ম্যাচে ফের মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ ব্রিগেড। সব মিলিয়ে মশাল বাহিনী কি করবে তা বুঝে ওঠা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবার বিএনআর রিক্রিয়েশন ক্লাবে এক বছরের চুক্তিতে যোগ দিলেন ইস্টবেঙ্গলের (East Bengal) এক প্রাক্তন ফুটবলার।

Advertisements

Read More মহামেডান সমর্থকদের উদ্দেশে বিশেষ টিফো বাগান সমর্থকদের

দীর্ঘদিন ধরে ল্যাফ্ট ব্যাকে খেলা ইস্টবেঙ্গলের (East Bengal) জুনিয়র দলের সসদ্য তুহিন দাস (Tuhin Das) এক বছরের চুক্তিতে যোগ দিলেন বিএনআর রিক্রিয়েশন ক্লাবে। এই বিষয়ে ইস্টবেঙ্গলের এক ফ্যান্স ক্লাব তাঁদের এক্স হ্যান্ডেলে শেয়ার করে জানায়। তুহিন দাস শুধুমাত্র লাল-হলুদ জার্সি গায়ে রক্ষণভাগের দায়িত্ব সামলাননি। খেলেছেন মহামেডান স্পোটিং ক্লাব এবং কালীঘাট মিলন সংঘের হয়ে।

Advertisements

এর আগে মহালয়ার দুপুরে লাল-হলুদ শিবিরের মহিলা ফুটবল দল থেকে দুই বছরের চুক্তিতে কেরালার গোকুলাম এফসিতে যোগ দিয়েছিলেন ডিফেন্ডার সাহেনা। এছাড়া আরও এক ডিফেন্ডার শ্রীয়া থাপা এবংমিডফিল্ডার মরিয়ম্মল বালামুরুগান যোগ দিয়েছেন কর্নাটকের কিংষ্টার এফসিতে। একের পর এক খারাপ খবর আসছে লাল-হলুদ শিবির থেকে।