ইন্টার কাশীর পথে ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক

নয়া ফুটবল সিজনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ (Football transfers) শুরু করেছিল প্রত্যেকটি ক্লাব। আইএসএলের পাশাপাশি খুব একটা পিছিয়ে ছিলনা আইলিগের…

Rakshit Dagar

নয়া ফুটবল সিজনের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজ (Football transfers) শুরু করেছিল প্রত্যেকটি ক্লাব। আইএসএলের পাশাপাশি খুব একটা পিছিয়ে ছিলনা আইলিগের ক্লাব গুলি। যার মধ্যে অন্যতম ইন্টার কাশী ফুটবল ক্লাব। গত বছর দুরন্ত পারফরম্যান্স থাকলেও খেতাব জয় করা সম্ভব হয়নি বারাণসীর এই দলের পক্ষে‌। কিন্তু সেইসব এখন অতীত। আসন্ন আইলিগে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য। সেজন্য নয়া কোচের নির্দেশ মেনেই খেলোয়াড়দের চূড়ান্ত করতে থাকে ম্যানেজমেন্ট।

   

যেখানে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেডে ও থেকেছে চমক। মূলত তরুণ প্রতিভাদের আনা হয়েছে স্কোয়াডে। প্রথম একাদশের পাশাপাশি দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে গত কয়েক সপ্তাহে একাধিক ভারতীয় ফুটবলারদের সই করিয়েছে ইন্টার কাশী। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন ভারতীয় গোলরক্ষক রক্ষিত ডাগর। গত ফুটবল মরসুমে খালিদ জামিলের জামশেদপুর এফসিতে খেলেছিলেন এই ফুটবলার। তবে নয়া আইএসএলে তাঁকে দলে রাখা নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা।

পরবর্তীতে তাঁকে নিতে আসরে নামে আইলিগের একাধিক ফুটবল ক্লাব। এবার সেই নিয়েই উঠে আসলো নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, আগামী কয়েকটি ফুটবল সিজনের জন্য বারাণসীর ইন্টার কাশীতে যোগদান করতে চলেছেন রক্ষিত ডাগর। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ম্যানেজমেন্টের তরফে ঘোষণা করা হবে এই ফুটবলারের নাম।

বছর কয়েক আগে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছিলেন এই ফুটবলার। তবে পরবর্তীতে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি ডাগর। শেষ পর্যন্ত তাঁকে রিলিজ করে দিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। পরবর্তীতে একাধিক দল ঘুরে গোকুলাম কেরালা এফসিতে যোগ দিয়েছিলেন এই গোলরক্ষক। সেখান থেকেই আইএসএল খেলতে জামশেদপুর এফসিতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু এবার ফিরতে চলেছেন হাবাসের ক্লাবে।