লাল-হলুদের এই প্রাক্তন ফরোয়ার্ডকে এবার দলে টানল গোয়া

সুপার কাপ জয়ের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছিল এফসি গোয়া (FC Goa)। ওডিশার বুকে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই সর্বভারতীয় কাপ…

east-bengal former Javier Siverio may done new contract with jamshedpur fc

সুপার কাপ জয়ের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছিল এফসি গোয়া (FC Goa)। ওডিশার বুকে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট জয় করেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। সেই সুবাদে এই নয়া সিজনে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ এএফসির টুর্নামেন্টে অংশ নেবে দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা হতে চলেছে সমর্থকদের কাছে। সেই কথা মাথায় রেখেই এবার দল গঠনে বাড়তি নজর দিয়েছিল ম্যানেজমেন্টের। মূলত আপফ্রন্টকে আরও মজবুত করার লক্ষ্য ছিল সকলের।

Also Read | হামিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান অস্কার

   

সেইমতো একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের দিকে নজর ছিল আইএসএলের এই শক্তিশালী ফুটবল দলের। যার মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল জাভিয়ের সিভেরিও টোরোর নাম। একটা সময় তাঁকে দলে টানতে আরও একাধিক ফুটবল ক্লাব আগ্ৰহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত অনেকটাই এগিয়ে যায় মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। পরবর্তীতে কথাবার্তা ও প্রায় চূড়ান্ত করে ফেলে গতবারের সুপার কাপ জয়ীরা। অবশেষে গত মঙ্গলবার তাঁর দলে যোগদানের কথা সরকারিভাবে ঘোষণা করে গোয়া শিবির। এই স্প্যানিশ ফুটবলারের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের আপফ্রন্টকে।

Also Read | সবুজ-মেরুন শিবিরের শ্রেষ্ঠ সম্মান পেয়ে ‘হাতে চাঁদ পেলাম’ বলে আখ্যা দিলেন টুটু বোস

Advertisements

বছর কয়েক আগে হায়দরাবাদ এফসির হয়ে প্রথমবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ খেলতে এসেছিলেন সিভেরিও। পরবর্তীতে তাঁকে দলে টেনে নিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তবে লাল-হলুদ জার্সিতে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না এই স্প্যানিশ ফুটবলারের। স্বাভাবিকভাবেই পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে তাঁকে রিলিজ করে দিয়েছিল ময়দানের এই প্রধান। তারপর খালিদ জামিলের জামশেদপুর এফসিতে যোগদান করেছিলেন এই ফরোয়ার্ড।

গত মরসুম সেই দলের হয়ে খেললেও নয়া সিজনে তাঁকে যে দলে রাখা হবে না সেই ইঙ্গিত মিলেছিল আগেই। অবশেষে যোগ দিলেন মানোলো মার্কুয়েজের এফসি গোয়া শিবিরে। নয়া মরসুমে নিজেকে আদৌও কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার।