লাল-হলুদ ছেড়ে পাহাড়ের ক্লাবে যোগ দিলেন এই তরুণ ফুটবলারের

চলতি মরশুমে আইএসএল (ISL 2024) অভিযান শুরুর পর থেকেই ধুঁকছে ইস্টবেঙ্গল (East Bengal)। বিপদ পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের (East Bengal)। ঘটে চলেছে একের পর এক…

চলতি মরশুমে আইএসএল (ISL 2024) অভিযান শুরুর পর থেকেই ধুঁকছে ইস্টবেঙ্গল (East Bengal)। বিপদ পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের (East Bengal)। ঘটে চলেছে একের পর এক বিপদ। ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ হেরে, হারের হ্যাটট্রিক। হটাৎই কোচের পদ থেকে ইস্তফা কার্লেস কুয়াদ্রাতের। এরপর জামশেদপুরের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর ম্যাচে ফের মুখ থুবড়ে পড়েছে লাল-হলুদ ব্রিগেড। সব মিলিয়ে মশাল বাহিনী কি করবে তা বুঝে ওঠা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

অলিম্পিক অতীত! রাজনীতির আকড়ায় বাজিমাত ভিনেশের

   

ইন্ডিয়ান সুপার লিগে মশাল নিভলেও। কলকাতা ফুটবল লিগে (CFL) বেশ ছন্দেই রয়েছে বিনো জর্জের দল। লিগ ট্রফি ক্লাব তাঁবুতে আসা শুধু সময়ের অপেক্ষা। যদিও এর মধ্যে কয়েকদিন আগেই একসাথে দলের একাধিক ফুটবলারকে বিদায় জানিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তাঁদের মধ্যে রক্তিম জানা, তুহিন দাস এবং আলফ্রেড লালরিনপুইয়া সহ একদধিক ফুটবলার যোগ দিয়েছেন বিভিন্ন ক্লাবে।

পুজোর আগেই এএফসির সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক বাগান সচিব

Advertisements

এবার লাল-হলুদ শিবিরের হয়ে রক্ষণভাগ সামলানো ফুটবলার মালসাওমতলুয়াঙ্গা হারাসেল যোগ দিয়েছেন মিজোরামের শিহফির ভেঙ্গলুন ফুটবল ক্লাবে। এর আগে তিনি রক্ষণভাগের হয়ে দায়িত্ব পালন করেছিলেন চেন্নাইয়না এফসির হয়ে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News