HomeBharatSunil Gavaskar: মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাসকর

Sunil Gavaskar: মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাসকর

- Advertisement -

মোদী সরকারের কোভিড নীতির প্রশংসা করেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সুনীল গাভসকর (Sunil Gavaska)। সেই ভিডিয়ো আবার টুইট করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। ভিডিয়োতে সুনীল গাভসকরকে ‘ভ্যাকসিন মৈত্রী’র প্রশংসা করতে শোনা গিয়েছে।

ভিডিয়োতে সুনীল গাভসকর বলেন, ‘বিগত দুই বছর ধরে গোটা বিশ্ব অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়েছে। কেউ জানত না যে কী হচ্ছে, কেউ জানত যে এই কোভিড কখন শেষ হবে। এই পরিস্থিতিতে ভারত যেভাবে কোভিড পরিস্থিতি সামলেছে, তা প্রশংসনীয়।

   

বিশেষ করে ভারতের যা জনসংখ্যা, তার প্রেক্ষিতে চমত্‍কার কাজ হয়েছে এখানে। এরপরও আমরা গোটা বিশ্বকে টিকা প্রদান করেছিলাম। সারা বিশ্বে আমরা কোটি কোটি টিকা পাঠিয়েছি। আমরা খুব বুদ্ধিমানের মতো কাজ করেছি। এখনও করোনা আছে। আমি কোনও ভিড় জায়গায় গেলে মাস্ক পরি। তবে সার্বিক ভাবে ভারত যেভাবে কোভিড সামলেছে তা অভাবনীয়, অসাধারণ।’

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য স্ট্যানফর্ড বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল, মোদী সরকারের টিকা নীতির কারণে ৩৪ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। এর ফলে ভারতের অর্থনীতিও লাভবান হয়েছে।

প্রসঙ্গত, রিপোর্টে দাবি করা হয়, ভারতের টিকা নীতির কারণেই দেশ ১৮.৩ বিলিয়ন ডলারের ক্ষতি থেকে বেঁচে যায়। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেন, গুগল সিইও সুন্দর পিচাই ভারতের কোভিড নীতির প্রশংসা করেছিলেন তাঁর কাছে।

অনুরাগ বলেন, ‘দুর্নীতিকে আমাদের জড় থেকে উপরে ফেলতে হবে। গুগল সিইও সুন্দর পিচাই একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন দিল্লিতে। সেখানে আমার তাঁর সঙ্গে দেখা হয়।

তখন তিনি পকেট থেকে একটি কাগজ বের করে আমাকে দেখান এবং বলেন, এই কাগজ তাঁকে সব জায়গায় নিয়ে ঘুরতে হয় এটা প্রমাণ করার জন্য যে তিনি কোভিড টিকা নিয়েছেন। আর ভারতে যেকোনও মানুষ মোবাইলেই নিজের সার্টিফিকেট পেয়ে যান এবং তা দেখিয়েই প্রমাণ করতে পারেন যে তিনি টিকাপ্রাপ্ত।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular