এক সময় খেলেছিলেন সৌরভ-দ্রাবিড়ের সঙ্গে, তারপর উধাও! এখন কী করছেন জ্ঞানেন্দ্র?

এ পর্যন্ত অনেক খেলোয়াড় ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। যাদের মধ্যে কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা আলোচনায় আসার দিন কয়েক পরেই কার্যত উধাও হয়ে গিয়েছেন। আজ…

Gyanendra Pandey

এ পর্যন্ত অনেক খেলোয়াড় ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন। যাদের মধ্যে কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা আলোচনায় আসার দিন কয়েক পরেই কার্যত উধাও হয়ে গিয়েছেন। আজ আমরা এমনই এক ক্রিকেটারের কথা বলতে চলেছি। এই প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেওয়াগের মতো কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। কিন্তু তারপর ক্রিকেট থেকে উধাও হয়ে যান। আমরা টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার জ্ঞানেন্দ্র পান্ডের (Gyanendra Pandey) কথা বলছি, যিনি ভারতীয় দলের হয়ে মাত্র ২টি ওয়ানডে খেলেছিলেন। এরপর আর আর টিম ইন্ডিয়ায় ফিরতে পারেননি।

বড় খবর! আইসিসির দায়িত্ব নিয়েই একের পর এক ঘোষণা শাহের

   

এখন কী করছেন জ্ঞানেন্দ্র পান্ডে? প্রাক্তন ক্রিকেটার জ্ঞানেন্দ্র পান্ডে একটি সাক্ষাত্কারে টিম ইন্ডিয়া থেকে তাঁর নিখোঁজ হওয়ার গল্প বলেছেন।

তিনি জানিয়েছেন, ‘১৯৯৭ সালে আমি ভালো পারফরম্যান্স করেছিলাম। দলীপ ট্রফির ফাইনালে আমি ব্যাটিংয়ে ৪৪ রান করেছিলাম এবং বোলিং করার সময় ৩ উইকেট নিয়েছিলাম। তা ছাড়া দেওধর ট্রফিতে ৫ উইকেট পেয়েছি। ভারত ‘এ’ দলের হয়ে খেলার সময় আমি ২ উইকেট নিয়েছিলাম। এরপর টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পাই।’ ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার অন্যতম দাবিদার ছিলেন জ্ঞানেন্দ্র।

জ্ঞানেন্দ্র আরও বলেছেন, ‘জয়বন্ত লেলেকে অনুমোদন দেওয়ার আগে আমার পারফরম্যান্সও দেখা উচিত ছিল। আমি সেই সময় জিনিসগুলি বুঝতে পারতাম না এবং যার ফলে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। এমনকি মিডিয়াও আমার বক্তব্য কাভার করেনি। কেউ আমাকে কিছু জিজ্ঞেস করেনি। সকলেই ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন।’

একেবারে ‘খলনায়ক’! বিরাটকে এবার এই কথাও শুনতে হল

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ৬ বছর ক্রিকেট খেলেছেন জ্ঞানেন্দ্র। ১৯৯টি প্রথম শ্রেণির এবং লিস্ট এ ম্যাচ খেলেছিলেন, যার মধ্যে তাঁর নামের পাশে ২৫৪ উইকেট ছিল। এছাড়াও জ্ঞানেন্দ্র ৯৭টি রঞ্জি ম্যাচ খেলেছেন, ৪৪২৫ রান করেছেন এবং বোলিং করার সময় ১৪৮ উইকেট নিয়েছেন।

প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার এখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পিআর এজেন্ট হিসাবে কাজ করেন।