৮-০ গোল জিতল প্রাক্তন ISL চ্যাম্পিয়নরা

NEROCA FC

ইন্ডিয়ান সুপার লীগের (ISL) দশম সংস্করণ শুরু হওয়ার দিনে বড় জয় পেল প্রাক্তন চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষকে ৮-০ গোল উড়িয়ে দিয়েছে হায়দরাবাদ এফসি। অ্যরেন ডে সিলভা।

ISL অভিযান শুরু করার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নিয়েছিল হায়দরাবাদ এফসি। আই লীগের অন্যতম নামকরা ক্লাব Neroca ফুটবল ক্লাবের বিরুদ্ধে ছিল প্রস্তুতি ম্যাচ। সেখানে ৮-০ গোলে জিতেছে নিজামের শহরের দল। হ্যাটট্রিক করছেন তরুণ ভারতীয় অ্যরেন ডে সিলভা। এর আগেও হ্যাটট্রিক করেছেন অ্যরেন। সম্প্রতি শেষ হওয়া দুরান্ড কাপে হ্যাটট্রিক করেছিলেন তিনি। হায়দরাবাদ এফসির হয়ে প্রথম হ্যাটট্রিক করা ভারতীয় ফুটবলার অ্যরেন ডে সিলভা। Neroca ফুটবল ক্লাবের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনটি গোল করার পাশাপাশি একটি গোল করিয়েছেন তিনি।

   

অ্যরেন ছাড়া হায়দরাবাদ এফসির হয়ে একটি করে গোল করেছেন জো নোল, অ্যালেক্স, সাইলো, অভিজিৎ এবং জেরেমি। জো একটি অ্যাসিস্টও করেছেন। এছাড়া গোল করিয়ে নজর কেড়েছেন মনোজ, মার্ক, জোসেফ এবং রফি।

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইন্ডিয়ান সুপার লীগের দশম সংস্করণের প্রথম ম্যাচ খেলার কথা ছিল হায়দরাবাদ এফসির। সেটা আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। হায়দরাবাদ এফসি টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে আগামী ৩০ সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন