বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ প্ৰাক্তন পেসারের

Former Captain Indian Cricket Team MS Dhoni abused Mohit Sharma during Champions League T20 match mohit recalls rare outburst

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে (Indian Cricket Team) মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) মানেই এক শান্ত, সংযত এবং কৌশলী অধিনায়কের প্রতীক। তাঁর ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং ম্যাচ জেতানো দক্ষতার জন্যই তিনি ‘ক্যাপ্টেন কুল’ নামে খ্যাত। কিন্তু এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী অধিনায়কে নিয়ে বোমা ফাটালেন প্রাক্তন ভারতীয় পেসার মোহিত শর্মা (Mohit Sharma)।

এশিয়া কাপের আগে মাথায় হাত ভক্তদের! ইনস্টাগ্রাম পোস্টে চিন্তা বাড়ালেন পন্থ

   

মোহিত শর্মা জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক ম্যাচ চলাকালীন ধোনি তাঁকে প্রকাশ্যে গালিগালাজ করেছিলেন। ঘটনাটি ঘটেছিল ধোনি মূলত ঈশ্বর পাণ্ডেকে বল করার জন্য ডাকেন, কিন্তু ভুলবশত মোহিত ভেবেছিলেন তাকে বল করা হচ্ছে এবং তিনি রান-আপে দৌড় শুরু করেন।

মোহিত বলেন, “মাঠে আমি দৌড় শুরু করি। মাহি ভাই তখন বলেন, আমি তোমাকে ডাকিনি। আমি ঈশ্বরকে ডাকছিলাম। আমি থামতে চাইলেও আম্পায়ার বলেন, যেহেতু আমি রান-আপে দৌড়েছি, তাই ওভারটা আমাকে করতেই হবে। এতে মাহি ভাই ভীষণ রেগে যান এবং আমাকে প্রকাশ্যে গালিগালাজ করতে থাকেন।”

তবে এখানেই শেষ নয়। মোহিত জানান, ওই ওভারের প্রথম বলেই তিনি ইউসুফ পাঠানকে আউট করেন, কিন্তু সেই উইকেটের উল্লাসেও ধোনির রাগ কমেনি। মোহিত বলেন, “আমি উইকেট নেওয়ার পরও মাহি ভাই গালিগালাজ করে যাচ্ছিলেন। মুখে এক চিলতে হাসি থাকলেও চোখেমুখে ছিল রাগের ছাপ।”

রবসন অনুশীলন শুরুর দিনেই ধাক্কা খেল বাগান ব্রিগেড!

যদিও ধোনির এমন আচরণে মোহিত আহত হলেও তিনি পুরো ঘটনাটি কৌতুকের সুরেই শেয়ার করেছেন। তার কথায়, “আমরা তখন তরুণ ছিলাম। অধিনায়কের এমন রাগে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তবে মাহি ভাইয়ের সঙ্গে কাটানো সময় থেকে অনেক কিছু শিখেছি, মাঠে শুধু নয়, জীবনের দিক থেকেও।”

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মোহিত। এই সময়েই তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার হিসেবে উঠে আসেন। ২০১৪ আইপিএলে ২৩ উইকেট নিয়ে হন সর্বাধিক উইকেটশিকারি এবং পান পার্পল ক্যাপ। ২০১৫ সালের বিশ্বকাপেও ভারতের স্কোয়াডে ছিলেন মোহিত, যেখানে ধোনি ছিলেন অধিনায়ক।

সবুজ-মেরুনে সাম্বার সুর, প্রথম দিন রবসনের মুখে কলকাতা বিরিয়ানি থেকে ‘ভালো আসেন?’

ধোনির এমন রাগের বহিঃপ্রকাশ অবশ্য একেবারে বিরল নয়। এর আগেও একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাঁকে মাঠে মেজাজ হারাতে দেখা গেছে। যেমন একবার মনিৎ পাণ্ডের প্রতি তাঁর রাগ কিংবা আইপিএলে আম্পায়ারের সঙ্গে বিতর্কিত আচরণ সবই প্রমাণ করে যে ‘ক্যাপ্টেন কুল’ মাঝে মাঝে কিন্তু উষ্ণ মেজাজেও পরিণত হতে পারেন।

Former Captain Indian Cricket Team MS Dhoni abused Mohit Sharma during Champions League T20 match mohit recalls rare outburst

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleঅবসর জীবনে নিরুদ্বেগ থাকতে এড়িয়ে চলুন এই 9 ভুল
Next articleসেমিকন্ডাক্টর উৎপাদনে বড় পদক্ষেপ, টাটা ইলেকট্রনিক্স ও মার্কের চুক্তি
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।