Rohit’s captaincy: রোহিতে মোহিত প্রাক্তন ভারতীয় অধিনায়ক

Sunil Gavaskar is happy with Rohit's captaincy

ভারতের ৩৫ তম টেস্ট ক্যাপ্টেন হিসাবে পথচলা শুরু করেছেন রোহিত (Rohit’s captaincy)। ৩৪ বছর ৩০৮ দিন বয়সে রোহিত (Rohit) টেস্ট ক্যাপ্টেন হিসাবে অভিষেক করেছেন। অনিল কুম্বলের পরে দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে এই কাজ করলেন রোহিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি দু’ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে রোহিত অ্যান্ড কোং ইনিংস ও ২২২ রানে জিতেছে। রোহিতের অধিনায়কত্বে মোহিত প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। 

ভারত-শ্রীলঙ্কা  সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকর ভূয়সী প্রশংসা করেছেন ভারতের নয়া টেস্ট ক্যাপ্টেনের। গাভাসকর বলেন, “অধিনায়ক হিসাবে দুর্দান্ত অভিষেক রোহিতের। তিন দিনের মধ্যে টেস্ট জয় বুঝিয়ে দেয় যে, একটা দল কতটা শ্রেয়। সবচেয়ে বড় ব্যাপার ভারত যখন ফিল্ডিং পরিবর্তন করেছে, তা আমাকে মোহিত করেছে। ফিল্ডাররা ঠিক জায়গায় দাঁড়িয়েই ক্যাচগুলো পেয়েছে। সেভাবে তাদের নড়তে হয়নি। একেই বলে স্পট অন-ফিল্ড প্লেসিং। এমনকী বোলিং পরিবর্তনের ক্ষেত্রে বলা যেতে পারে যে, রবীন্দ্র জাদেজাকে হয়তো একটু পরের দিকে আক্রমণে আনা হয়েছে। কিন্তু দিনের শেষে ভারত ২ দিন হাতে রেখে ম্যাচ জিতেছে। আমি রোহিতকে দশে দেব সাড়ে নয়।”

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন