টাইসনের সঙ্গে মাত্রাছাড়া মস্করা করলেন সহযাত্রী, তার পর …

পেশাদার রিং থেকে অবসর নেওয়ার ১৭ বছর পর বিতর্কে কিংবদন্তি বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মাইক টা়ইসন। তাঁর সঙ্গে মাত্রাছাড়া মস্করা করার ফল হাতে নাতে পেলেন এক সহযাত্রী। ঘুসির ঘায়ে তিনি চিকিৎসাধীন।

বক্সিং রিংয়ে কান কামড়ানোর মতো মেজাজ হারানোর অনেক ঘটনাই ঘটিয়েছেন মাইক টা়ইসন। কিন্তু রিং ছাড়ার পর মোটামুটি শান্তিপ্রিয় তিনি। তিনি সহজে রাগেন না। বিমানে তারই পরীক্ষাই বোধহয় নিচ্ছিলেন এক সহযাত্রী। একসময় মেজাজ হারিয়ে সেই ব্যক্তিকে মেরে রক্তাক্ত করে দিলেন প্রাক্তন বক্সিং তারকা।

   

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের ভিতরে এক যাত্রীকে পেটাচ্ছেন মাইক টাইসন। অন্য সহযাত্রীরা চেষ্টা করছেন তাকে থামাতে। মেরে চোয়ালের ওপর বরাবর রক্ত বের করে দিয়েছেন।

টাইসন ক্ষেপলেন কেন? জানা গেছে, ওই বিমানে টাইসনকে দেখে প্রথমে উচ্ছ্বসিত হয়ে ওঠেন এক ব্যক্তি। নিজেকে সামলাতে না পেরে তিনি টাইসনকে উত্যক্ত করতে থাকেন। প্রথমে টাইসন মজা করছিলেন। এর পর একটি জলের বোতল টাইসনকে ছুঁড়ে মারেন সহযাত্রী। এরপর নিজেকে সামলে রাখতে টাইসন। ঘুসি মেরে ঘায়েল করে দেন মস্করাকারীকে।

তহে এই ঘটনার টাইসনকে গ্রেফতার করা হয়নি। যাত্রীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফ্লোরিডা পৌঁছানোর পর ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তারা জানিয়েছেন, টাইসন শুরুতে বন্ধুত্বসুলভ আচরণ করছিলেন ওই উত্যক্তকারীর সঙ্গে। কিন্তু বোতল ছুঁড়ে মারায় নিজেকে সামলে রাখতে পারেননি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন