ব্রুজোর সাফল্যের নেপথ্যে রিয়াল মাদ্রিদ? জানালেন এই বসুন্ধরা ফুটবলার

গতকাল বসুন্ধরা কিংসের সভাপতির পর এবার ক্লাবের প্রখ্যাত ফুটবলার – দল ছাড়ার পরই সকালে প্রশংসায় ভরিয়া দিচ্ছেন কোচ অস্কার ব্রুজোকে। বিগত মহাপঞ্চমীর দিনই ইস্টবেঙ্গল ক্লাব…

Former Bashundhara Kings Player Attiqur Says Oscar Bruzon's Success is Due to Real Madrid Strategy

গতকাল বসুন্ধরা কিংসের সভাপতির পর এবার ক্লাবের প্রখ্যাত ফুটবলার – দল ছাড়ার পরই সকালে প্রশংসায় ভরিয়া দিচ্ছেন কোচ অস্কার ব্রুজোকে। বিগত মহাপঞ্চমীর দিনই ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ তাঁদের নতুন কোচ হিসেবে প্রাক্তন স্প্যানিশ ফুটবলার অস্কার ব্রুজোর (Oscar Bruzon East Bengal Coach) নাম ঘোষণা করেন।

এরপর থেকেই ফের আইএসএলের রণাঙ্গনে ফেরার জন্য নিজেকে নানাভাবে মেলে ধরছিলেন প্রাক্তন মুম্বাই কোচ। কখনও মশালবাহিনীর ফিটনেস কোচ বদলে ; কখনও বা পছন্দের ব্রাজিলিয়ান স্ট্রাইকার কে দলে ঢোকানো – সমস্ত কিছুতেই শিরোনামে উঠে আসছিল তাঁর নাম। এবার ব্রুজোর হয়ে গলা ফাটালেন প্রাক্তন বসুন্ধরা ফুটবলার আতিকুর রহমান ফাহাদ। গতকাল তিনি বলেন, “ব্রুজো সবসময় জিততে চান। ওঁর সাফল্যের পিছনে রিয়াল মাদ্রিদের অবদান অনেক। “

   

ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপানোর আগে বাংলাদেশি ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে সাফল্যের সিংহাসনে বসিয়েছেন ব্রুজো। বসুন্ধরার হয়ে ১১৪ টি ম্যাচ খেলে ৯৪ টি ম্যাচেই নিজের ক্ষুরধার মস্তিস্ক প্রয়োগ করে দলকে জয় ইন দিয়েছেন তিনি। তাই ক্লাব ছাড়ার পরেও ব্রুজোতে ‘অসন্তুষ্ট’ নন দলের ফুটবলাররা।

এছাড়াও স্প্যানিশ কোচের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ বসুন্ধরার ম্যানেজার ইমরুল হাসান। গতকাল এক বিবৃতিতে তিনি প্রাক্তন মুম্বাই সিটি এফসি কোচের ভুয়সী প্রশংসাও করেন তিনি। তবে প্রাক্তন কোচকে হারলেও কোনো ক্ষোভ নেই ফুটবলারদের মনে। ব্রুজো ওপার বাংলা থেকে এপার বাংলায় এলেও তাঁর শেখানো মন্ত্রেই দলের পরবর্তী সাফল্যের অনুসন্ধান করতে চান বসুন্ধরার প্লেয়িং একাদশ।

East Bengal FC: ইস্টবেঙ্গলে ফের গুরুতর চোট সমস্যা!

গতকাল ক্লাব ম্যানেজার ইমরুলের বক্তব্যের পর প্রাক্তন বসুন্ধরা খেলোয়াড় আতিকুর রহমান ফাহাদ বলেন, “অস্কার ব্রুজো হলেন এমন একজন খেলোয়াড় যিনি সবসময় জিততে চান। হেরে গেলে ওঁকে হতাশা গ্রাস করে। নতুন ক্লাবে স্যারের ( অস্কারের) সাফল্য কামনা করি। “

তবে অস্কারের সাফল্য কামনা করলেও এদিন তাঁর একটি বিশেষ রহস্য ফাঁস করেন আতিকুর। তিনি আরও বলেন, “বিশ্ব ফুটবলে রিয়াল মাদ্রিদের সাফল্যের কথা কে না জানেন! সাজঘরে ছেলেদের তাতিয়ে দেওয়ার জন্য মাদ্রিদের বিখ্যাত ক্লাবের উদাহরণ দিতেন তিনি। হাল না ছেড়ে শেষ পর্যন্ত লড়াই করার কথা বলতেন তিনি।” এছাড়াও অস্কারের স্কিল নিয়ে তিনি বলেন,”ম্যাচে স্যারের পরিবর্তন গুলো খুবই কার্যকরী হত। গেম রিডিং খুবই ভালো। স্যার বলতেন আমি ম্যাজিশিয়ান নই। আমি একজন যোদ্ধা।”

Oscar Bruzon: আইএসএল ক্লাবে আসবেন বসুন্ধরা কিংসের কোচ?

প্রসঙ্গত উল্লেখ্য যে ইস্টবেঙ্গলের দায়িত্ব পাওয়ার আগে দলকে বসুন্ধরা কিংসের হয়ে তিন বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছেন অস্কার। এছাড়াও দুবার ফেডারেশন কাপ,একবার ইন্ডিপেন্ডেন্স কাপও দলকে উপহার দিয়ে এসেছেন অস্কার (Oscar Bruzon East Bengal Coach)। তাই ‘ভুমিস্তরে’ এরূপ সাফল্যের পরই লাল হলুদ শিবির তাঁকে নেওয়ার জন্য একপ্রকার ঝাঁপিয়ে পড়ে। তবে ইস্টবেঙ্গলে এলেও আসন্ন ডার্বির আগে দলের ‘মশাল’ কতখানি জ্বালাতে পারেন সেটাই এখন দেখার বিষয়।