Victor Vazquez: এসে গিয়েছেন শহরে, দল নিয়ে কী বলছেন ভাসকুয়েজ?

Victor Vazquez

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাত দুটো নাগাদ দোহা থেকে কলকাতায় এসে উপস্থিত হয়েছেন বার্সেলোনার প্রাক্তন তারকা ভিক্টর ভাসকুয়েজ (Former Barcelona Star Victor Vazquez)। একটা সময় স্পেনের এই ফুটবল ক্লাব থেকেই নিজের ইয়ুথ ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীতে অনেকটা সময় কাটিয়েছিলেন সেই দলে।

Advertisements

পরবর্তীতে টরেন্টো এফসির মতো দলেও খেলতে দেখা গিয়েছে তাকে। সেখান থেকেই এবার এসেছেন কলকাতার অন্যতম প্রধানে। এখন তার দিকেই তাকিয়ে সবাই। উল্লেখ্য, স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের দায়িত্ব গ্ৰহনের পর থেকেই নতুন করে সেজে উঠছে লাল-হলুদ ব্রিগেড। বিশেষ করে বিদেশি ফুটবলারদের নির্বাচনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে কুয়াদ্রাতের।

এবার তার পছন্দ অনুযায়ী দলে আনা হয়েছে ভেক্টর ভাসকুয়েজকে। উল্লেখ্য, চলতি মরশুমের শুরুতে স্প্যানিশ তারকা বোরহা হেরেরাকে দলে আনেন কোচ। প্রথমদিকে খুব একটা দৃষ্টি আকর্ষণ করতে না পারলেও পরবর্তীতে দলের কলিঙ্গ সুপার কাপ জয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার‌। তবে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে লোনের মাধ্যমে এফসি গোয়ায় পাঠায় ইস্টবেঙ্গল। যারফলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কে এবার আসবেন এই ফুটবল দলে। তার চলে যাওয়ার কয়েকদিন পরেই ঘোষণা করা হয় ভাসকুয়েজের নাম।

Advertisements

কলকাতার বুকে পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। এই দলের জন্য আমি নিজের সেরাটা দিতে চাই। মেসি আমার খুব ভালো বন্ধু। ও এই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার।