Transfer Window: ভারতে এসে পৌঁছলেন বার্সেলোনার প্রাক্তন ফুটবলার

Francisco José Perdomo Borges

Transfer Window: আরও এক তারকা যুক্ত হলেন ভারতীয় ফুটবলের সঙ্গে। বার্সেলোনার প্রাক্তন ফুটবলার (Barcelona Footballer) ইতিমধ্যে ভারতে এসে উপস্থিত হয়েছে। কলিকট বিমানবন্দরে নেমেছিলেন তারকা ফুটবলার। আগামী মরসুমে খেলবেন দক্ষিণ ভারতীয় ফুটবল দলের হয়ে।

চলতি ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) হয়ে চলেছে একের পর এক দল বদল। ইন্ডিয়ান সুপার লীগের বেশিরভাগ দল এবার খুবই বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবলার বাছাই করেছে। নামকরা একাধিক বিদেশি ফুটবলারকে ইতিমধ্যে নিশ্চিত করেছে ISL এর বেশ কয়েকটি দল। কিছু দল শুরু করে দিয়েছে অনুশীলন। আসতে শুরু করেছেন ভিন দেশের খেলোয়াড়রা।

   

ইন্ডিয়ান সুপার লীগের মতো আই লীগের ক্লাবগুলো কোনো অংশে কম যাচ্ছে না। বার্সেলোনার প্রাক্তন ফুটবলার খেলবেন আই লীগের ক্লাবে হয়ে। ইতিমধ্যে ভারতে এসে পৌঁছেছেন Francisco José Perdomo Borges। তাকে নতুন মরসুমের জন্য দলে নিশ্চিত করেছে গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। অনেকেই নিশ্চই হোসে বর্গেশকে আগে খেলতে দেখেছেন। ফুটবল মাঠে তিনি পরিচিতি নিলি নামে। এর আগেও ভারতের খেলেছেন।

Perdomo Borges বা Nili কে প্রথম ভারতে নিয়ে এসেছিল বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি আত্মপ্রকাশের পর থেকে একাধিক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফুটবলারকে নিয়ে এসেছে ভারতে। নিলিকে তারা নিয়ে এসেছিল ২০২০ সালে। খুব বেশি ম্যাচ খেলেননি। একেবারেই সফল হননি ভারতীয় ফুটবল মাঠে। বেঙ্গালুরুর পক্ষ থেকেও আর নতুন করে চুক্তি করা হয়নি। পালমাস, পালমাস বি, বার্সেলোনা বি, বার্সেলোনার মতো ক্লাবের ফুটবলার ছিলেন এই রাইট ব্যাক। মাঝমাঠে খেলার ব্যাপারেও তিনি দক্ষ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন