অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন বিশ্বকাপজয়ী (ODI World Cup) অধিনায়ক মাইকেল ক্লার্ক (Michael Clarke) ফের ক্যানসারে (Skin Cancer) আক্রান্ত। সম্প্রতি এক অস্ত্রোপচারের পর ইন্সটাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে এই খবর প্রকাশ্যে আনেন তিনি। নাকের পাশে ব্যান্ডেজ লাগানো ছবিটি দেখে স্তম্ভিত ক্রিকেট অনুরাগীরা। ক্লার্কের এই পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে অস্ট্রেলিয়ায় স্কিন ক্যানসার সমস্যা এবং তার প্রতিরোধের উপায়।
৪৪ বছর বয়সী ক্লার্ক তাঁর পোস্টে লেখেন, “ত্বকের ক্যানসার এক বাস্তব সমস্যা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। আজ সকালে আমার নাক থেকে আরও এক অংশ কেটে বাদ দিতে হয়েছে। আপনাদের সবার কাছে অনুরোধ, ত্বকের যত্ন নিন, নিয়মিত পরীক্ষা করান। প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো।”
তিনি আরও বলেন, “আমার ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষাই ক্যানসার ধরা পড়তে সাহায্য করেছে। তাই সবার উচিত বছরে অন্তত দু’বার ত্বকের পূর্ণাঙ্গ চেক-আপ করানো।” ক্লার্ক তাঁর চিকিৎসক বিশ সোলিমানকেও ধন্যবাদ জানিয়েছেন এই পোস্টে।
View this post on Instagram
মাইকেল ক্লার্কের ত্বকের ক্যানসারের সঙ্গে এই লড়াই নতুন নয়। ২০০৬ সালে প্রথম এই রোগ ধরা পড়ে তাঁর শরীরে। সেই থেকে আজ পর্যন্ত কমপক্ষে ১২ বার সার্জারির মাধ্যমে তাঁর শরীর থেকে ক্যানসার আক্রান্ত অংশ বাদ দিতে হয়েছে। গত বছর বুকে, কপালে এবং মুখের বিভিন্ন অংশে অস্ত্রোপচার হয়। এমনকি ২০১৯ সালে তাঁর মুখে তিনটি নন-মেলানোমা ক্ষত ধরা পড়ে। তখনও তিনি মানুষকে রোদের ক্ষতিকর প্রভাব থেকে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন।
২০২৩ সালে ক্লার্ক যুক্ত হন অস্ট্রেলিয়ান স্কিন ক্যানসার ফাউন্ডেশনেরর সঙ্গে। তিনি জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত অংশ নেন এবং বারবার তরুণ প্রজন্মকে ত্বকের যত্ন নিতে বলেন। ক্লার্কের মতে, “অস্ট্রেলিয়ায় সূর্যের অতিবেগুনি রশ্মি অত্যন্ত তীব্র। তাই সাবধান থাকা ছাড়া উপায় নেই।” তিনি নিজে বছরে কমপক্ষে দুইবার ফুল বডি স্কিন চেক-আপ করান বলেও জানিয়েছেন।
গবেষণা অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি স্কিন ক্যানসার আক্রান্ত হন অস্ট্রেলিয়াতেই। পরিসংখ্যান বলছে, ৭০ বছর বয়সের মধ্যে প্রতি তিনজন অস্ট্রেলিয়ানের মধ্যে দুইজনই ত্বকের ক্যানসারে আক্রান্ত হন। জলবায়ু, সূর্যের তীব্রতা এবং অজানা ক্ষতিকর রশ্মির সংস্পর্শে আসার কারণে সেখানে এই রোগের প্রকোপ বেড়েই চলেছে।
২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাইকেল ক্লার্কের। দেশের হয়ে ১১৫টি টেস্টে ৮৬৪৩ রান এবং ২৪৫টি ওয়ানডেতে ৭৯৮১ রান করেন তিনি। ২০১৫ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ওই বছরই তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া জেতে একদিনের বিশ্বকাপ। অধিনায়ক হিসেবে তাঁর অবদান অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয়।
Former Australian World Cup winning captain Michael Clarke has undergone surgery on his face for skin cancer