একেবারে ‘খলনায়ক’! বিরাটকে এবার এই কথাও শুনতে হল

কেরিয়ারে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। নভেম্বরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে বিভিন্ন…

Virat Kohli

কেরিয়ারে পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিরাট কোহলি (Virat Kohli)। নভেম্বরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে বিভিন্ন বক্তব্য সামনে এলেও বিরাট কোহলিকে ‘খলনায়ক’ বললেন অস্ট্রেলিয়ার এক প্রাক্তন ক্রিকেটার।

Virat Kohli ভুল করেছিলেন বিরাট? ২ বছর পর প্রাক্তন কোচ যা বললেন…

   

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ টেস্ট খেলে ২০৪২ রান করা বিরাট কোহলি এই দেশের বিরুদ্ধে খেলতে পছন্দ করেন। অধিনায়ক হিসেবে এখানে একটি সিরিজ জিতলেও অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জিওফ ডসন কিছু অদ্ভুত মন্তব্য করেছেন। জিওফ ডসন বলেন, ‘জসপ্রীত বুমরাহর স্বভাবের তুলনায় নকল ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন বিরাট কোহলি। বুমরাহর জীবনের অর্ধেক সময় ফাইন লেগে কাটানোর সৌভাগ্য হয়েছে (যে জায়গায় তিনি বোলিংয়ের পরে ফিল্ডিং করেন), যা তাকে দর্শকদের সঙ্গে আলাপচারিতা করার আদর্শ সুযোগ দেয। অন্য দিকে কোহলি ইনফিল্ডে লুকিয়ে থাকবে এবং জোরদার আপিল করবে, দুর্দান্ত ফিল্ডিং করবে এবং যে কোনও অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত। এমন এক বা দু’জন খেলোয়াড় থাকবে।’

অস্ত্রেলিয়ান প্রাক্তন ক্রিকেটারের মতে, ‘অস্ট্রেলিয়ান দর্শকরা কোহলির মতো প্রতিদ্বন্দ্বীকে পছন্দ করে। যদি সে প্রতিপক্ষের ভূমিকা পালন করে তবে কিছুটা সমস্যার কারণ হতে পারে। তবে আপনি গ্যারান্টি দিতে পারেন যে যদি সে ৫০ এবং ১০০ রান পায় তবে ভক্তরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। ১৩ বছর আগে প্রথম সফর থেকেই অস্ট্রেলিয়ার কন্ডিশনের প্রতি রুচি দেখিয়েছে। বাউন্স এবং গতি তার খেলার সঙ্গে মানানসই।’

গত এক দশক ধরে অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারেনি। ঘরের মাঠে দু’বার ও অস্ট্রেলিয়ার মাটিতে দু’বার সিরিজ জিতেছে ভারত। অস্ট্রেলিয়া দল কি এবার এই টুর্নামেন্ট জিতবে? লসন মনে করেন, ‘বর্ডার-গাভাসকর ট্রফি দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সঙ্গে থাকলেও এবার ট্রফি অস্ট্রেলিয়াক ঘরে ফিরিয়ে আনতে চায় । আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলেও বর্ডার-গাভাসকর ট্রফি ছাড়া মুকুট ম্লান।’

৬টি ছক্কা! গম্ভীরের প্রিয় ক্রিকেটার বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন

১৯৮০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ৪৬ টেস্ট ও ৭৯ ওয়ানডে খেলা লসন বলেন, ‘কিছু অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের অসমাপ্ত কাজ রয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি এক দশক ধরে ভারতের কাছে রয়েছে। এখন এটি জলিমন্টে (ভিক্টোরিয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সদর দফতর) ট্রফি ক্যাবিনেটে ফিরিয়ে আনার সময় এসেছে। অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারে, কিন্তু ভারতের বিরুদ্ধে হোম সিরিজ জিততে না পারায় মুকুট ফিকে হয়ে গেছে।’