ইন্ডিয়ান সুপার লীগ (ISL) ২০২২-২৩ ফুটবল মরসুমের ক্রীড়াসূচি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ক্রীড়াসূচি অনুযায়ী ISL টুর্নামেন্ট শুরু হচ্ছে ৭ অক্টোবর, প্রথম খেলা কোচিতে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম ইমামি ইস্টবেঙ্গল এফসি। গত ISL মরসুমে ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ (Roy Krishna) সবুজ মেরুন জার্সি পড়ে মাঠে এবং মাঠের বাইরে ঝড় তুলেছিলেন। রয় কৃষ্ণ’কে নিয়ে বাগান জনতার ক্রেজ চোখে পড়ার মতো।
চলতি মরসুমে ATK মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ফুটবলার রয় কৃষ্ণ’কে স্কোয়াডে রাখার কোন তাগিদই অনুভব করেনি। টিম ম্যানেজমেন্টের রিলিজ অর্ডার হাতে পেয়েই একদা সবুজ মেরুন ব্রিগেডের গোলমেশিন রয় কৃষ্ণ সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরু এফসিতে নাম লেখান।
২০২২-২৩ ফুটবল মরসুমে চলতি ডুরান্ড কাপ এবং এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে হুয়ান ফেরান্দোর মোহনবাগান হারে হারে টের পেয়ে যায় দলে ‘স্কোরিং পাওয়ারে’ অর্থাৎ গোল করার লোকের অভাব রয়েছে। এই অভাবের কারণেই ভরাডুবি হয়েছে পালতোলা নৌকোর। বাগান জনতা রয় কৃষ্ণকে ভুলতে পারছে না,তাই সমর্থকদের একাংশের দাবী ফিজিয়ান গোলমেশিনকে ফিরিয়ে আনার।
Two in-form #HeroISL sides clash as @OdishaFC and @bengalurufc square off in today's @thedurandcup quarter-final! 🔥
Catch all the live action on @justvoot, @Sports18! 📺#IndianOilDurandCup #DurandCup2022 #IndianFootball #OdishaFC #BengaluruFC pic.twitter.com/D9w4avuRg8
— Indian Super League (@IndSuperLeague) September 10, 2022
এমন আবদার, বাগান জনতার যে ISL ম্যাচ সিডিউল কাকতালীয় ভাবে মিলে গিয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর রয় কৃষ্ণ কলকাতাতে পা রাখতে চলেছেন,খেলবেন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ওইদিন বেঙ্গালুরু এফসি বনাম ওডিশা এফসি ম্যাচ রয়েছে। এই ম্যাচেই সম্ভবত খেলতে দেখা যাবে একদা সবুজ মেরুন জনতার নয়ন মনি রয় কৃষ্ণ’কে।তবে অবশ্যই বেঙ্গালুরু এফসি’র জার্সি গায়ে।