ATK Mohun Bagan: এসি মিলানের প্রাক্তন তারকার সঙ্গে এটিকে মোহনবাগান যোগ

Alexandre Pato

এখনো জারি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ষষ্ঠ বিদেশির কোচ। আর এবার যে ফুটবলারের নাম জড়িয়েছে তিনি অতি বিখ‍্যাত একজন । কথা বলছি ব্রাজিলের আক্রমণ ভাগের তারকা ফুটবলার Alexandre Pato। বর্তমানে তিনি খেলছেন মেজর লিগ সকারের ক্লাব ওর্ল‍্যান্ডো সিটি’তে।

Advertisements

Internacional – এ ক্লাব কেরিয়ার শুরু করেছিলেন পাতো।২০০৬ সালে ক্লাবের হয়ে অভিষেক করেন তিনি।ক্লাব’কে ফিফা ক্লাব বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন।২০০৯ সালে তিনি যোগ দেন এসি মিলানে।এরপর আর ফিরে দেখতে হয়নি তাকে।ইতালির এই ক্লাব’কে লিগ জিততে সাহায‍্য করেছিলেন তিনি।

Advertisements

পরে ব্রাজিলে গেছিলেন,সেখানকার বিখ‍্যাত ক্লাব কোরান্থিয়ান্সে খেলেছিলেন।পরবর্তী সময়ে চেলসি, ভিলারিয়েল,তিয়ানজিন তিয়ানহাই হয়ে ২০১৯ সালে আসেন সাও পাওলো’তে।এরপর মেজর লিগ সকারে ওর্ল‍্যান্ডো সিটি’তে যান,যেখানে চলতি বছরে ডিসেম্বর মাস অবধি চুক্তিবদ্ধ তিনি, তার নাম এটিকে মোহনবাগানের সাথে যোগ হলেও,তাকে আনা কার্যত অসম্ভব এটিকে মোহনবাগানের পক্ষে, তার অবশ্যই একটা কারণ তার বিপুল পরিমাণ ট্রান্সফার।বর্তমানে তার বাজারমূল্য ভারতীয় মুদ্রায় ১২ কোটি টাকা।তাই ব‍্যাপারটা নেহাত জল্পনা ছাড়া আর কিছুই নয় বলে মনে করা হচ্ছে।