এক ইস্টবেঙ্গল সমর্থকের মুখের ওপর জবাব দিয়েছেন মোহনবাগানে খেলে যাওয়া এক বিদেশি স্ট্রাইকার। সামাজিক মাধ্যমে কোনো রাখঢাক না রেখে উত্তর দিয়েছেন এই বিদেশি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকের উদ্দেশ্যে করা ফুটবলারের মন্তব্য এখন মোহনবাগান জনতার মধ্যে বেশ জনপ্রিয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ রয়েছে ড্যারেল ডাফি। সৌজন্যে সালগাওকার ক্লাব। সলগাওকার ক্লাবের সিনিয়র ফুটবল দল বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় নিজের মতামত প্রকাশ করেছেন ড্যারেল ডাফি। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “”খুবই খারাপ খবর। এই ক্লাবে চমৎকার তিনটে বছর কাটিয়েছিলাম।”
https://twitter.com/Duffers9/status/1674339019767922689?t=YLS7mY0vQW9Fiatv_SI0rw&s=19
ডাফির সালগাওকার সম্পর্কিত পোস্টে কমেন্ট করেছিলন এক ইস্টবেঙ্গল সমর্থক। সেখানে ড্যারেল ডাফিকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, ” আশা করেছিলাম একদিন আমাদের ক্লাবের জার্সি পরেও আপনি মাঠে নামবেন।” ওখানেই এই কমেন্টের জবাব দিয়েছে স্কটল্যান্ডের স্ট্রাইকার। সহজ ভাষায় ড্যারেল ডাফি লিখেছেন, “মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ক্লাবে সই করার কোনো প্রশ্নই উঠত না।” স্কটিশ স্ট্রাইকারের এমন মন্তব্য মোহনবাগান সমর্থকদের যে মনে ধরবে সেটাই স্বাভাবিক।
<
p style=”text-align: justify;”>নিজের দীর্ঘ পেশাদার ফুটবল কেরিয়ারে একাধিক হাই প্রোফাইল ক্লাবে খেলেছেন ড্যারেল ডাফি। তবুও ভারতীয় ফুটবলের প্রতি তার মনে আলাদা জায়গা রয়েছে। সালগাওকার এফসির হাত ধরে এসেছিলেন ভারতে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ৪৯ ম্যাচে করেছিলেন তিরিশের বেশি গোল। মোহনবাগানে ছিলেন একটি মরসুমে। তাতেই করেছিলেন প্রচুর গোল। প্রায় সতেরোটি ম্যাচে দশটির বেশি গোল করেছিলেন ড্যারেল ডাফি।


