কামিন্সের থেকেও দুরন্ত খেলছেন এই চার বিদেশি

এশিয়ান প্রতিযোগিতায় ভালো খেলছে মোহন বাগান সুপার জায়ান্ট। ধারাবাহিকভাবে জয় পাচ্ছে দল। দলের আক্রমণভাগের অন্যতম কান্ডারী নবাগত তারকা বিদেশি ফুটবলার জেসন কামিন্স (Jason Cummings)। অল্প…

Top 5 goal scorers in AFC Cup

এশিয়ান প্রতিযোগিতায় ভালো খেলছে মোহন বাগান সুপার জায়ান্ট। ধারাবাহিকভাবে জয় পাচ্ছে দল। দলের আক্রমণভাগের অন্যতম কান্ডারী নবাগত তারকা বিদেশি ফুটবলার জেসন কামিন্স (Jason Cummings)। অল্প দিনের মধ্যে বাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। AFC কাপে সবথেকে বেশি গোল করা ফুটবলারদের দৌড়ে রয়েছেন তিনি। তবে তার থেকে বেশি গোল দিয়ে তালিকার আরও ওপরে রয়েছেন আরও চারজন।

রেকর্ড মূল্যে জেসন কামিন্সকে দলে নিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। তিনিও রয়েছেন গোলের মধ্যে। সবুজ মেরুন সমর্থকরা অস্ট্রেলিয়ান স্ট্রাইকারের কাছ থেকে আরো বেশি গোল দেখতে চান। এশিয়ান প্রতিযোগিতায় রয়েছেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়। টুর্নামেন্টে জেসন আপাতত পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। দুটি গোল রয়েছে তার নামের পাশে। সবথেকে বেশি ৪ টি গোল করে তালিকার শীর্ষে এখন শিমিজু।

Advertisements

AFC কাপে সর্বোচ্চ ৫ গোলদাতা:
শিমিজু- ৪ গোল
লক- ৪ গোল
জেরমাইন- ৩ গোল
মার্কো তুলিও- ৩ গোল
জেসন কামিন্স- ২ গোল
এশিয়ান টুর্নামেন্টের পাশপাশি ইন্ডিয়ান সুপার লীগেও ধারাবাহিকভাবে ভালো খেলছেন কামিন্স। সময়ের সঙ্গে সঙ্গে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। দেশওয়ালি দিমি পেট্রতসের সঙ্গে আক্রমণ ভাগে কামিন্সের বোঝাপড়া চোখে পড়ছে প্রায় প্রতি ম্যাচে।