মনবীরের বদলে কে আসছেন দলে? এক নজরে সম্ভাব্য একাদশ

India Squad for Football

আজ ফিফা ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জন পর্বের পরবর্তী ম্যাচে এবার কাতারের বিপক্ষে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। এখন সেই দিকেই নজর সকলের। বেশ কিছুদিন আগেই যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী কুয়েত দলকে তাদের ঘরের মাঠে পরাজিত করে ব্লু টাইগার্স। যারফলে সৃষ্টি হয় নয়া ইতিহাস। তবে কাতারের বিপক্ষে ম্যাচ যে সহজ হবে না তা বলাই চলে।

একদিকে যেমন কুয়েতকে নিজেদের ঘরের মাঠে হারিয়েছে সুনীলরা। অন্যদিকে, আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে কাতার। তবে ভারতীয় দলকে গুরুত্ব দিলে ও অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য তাদের। তবে নিজেদের ঘরের মাঠে চাপমুক্ত ফুটবল খেলতে মরিয়া ইগর স্টিমাচের ছেলেরা।

   

তবে এই ম্যাচে থাকছেন না ভারতীয় দলের আপফ্রন্টের অন্যতম তারকা মনবীর সিং। যদিও গত সোমবার দলের অনুশীলনে না থাকায় তার আভাস মিলেছিল। মূলত জ্বরের কারনে অনুশীলনে আসেননি এই তরুণ তারকা। যারফলে, স্বাভাবিকভাবেই তার বদলে যে অন্য ফুটবলার মাঠে আসবেন তা বলাই চলে। এক্ষেত্রে প্রথম থেকেই দলে আসবেন উদান্তা সিং। তাই প্রস্তুতির সময় এই দাপুটে তারকার সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটাতে দেখা যায় ভারতীয় দলের কোচকে। যারফলে, আজ কলিঙ্গ স্টেডিয়ামে তার থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। তাছাড়া আগের মতোই আজ মাঠে থাকতে পারেন বাকিরা।

স্বাভাবিকভাবেই আজ গোলে থাকতে পারেন গুরপ্রীত সিং। পাশাপাশি রক্ষনভাগের দুই প্রান্তে থাকতে থাকবেন আকাশ মিশ্রা আর নিখিল পূজারী। সেন্টার ব্যাকে থাকবেন রাহুল ভেকে আর সন্দেশ ঝিঙ্গান। কিছুটা উপরে থাকতে পারেন অপুইয়া ও সুরেশ সিং। তবে বদল আসবে আপফ্রন্টে। উইংয়ে নাওরেম মহেশ সিংয়ের সঙ্গে থাকবেন উদান্তা সিং। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকবে সাহাল আব্দুল সামাদ। সর্বপরি দলকে উপর থেকে নেতৃত্বে দেবেন সুনীল ছেত্রী।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন