AIFF: দেশের ফুটবল হাউসে কল্যাণ গড়লেন নয়া ইতিহাস

elected president AIFF

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) ৮৫ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য একজন প্রাক্তন ফুটবলার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে। শুক্রবার ভোটাভুটির জেরে প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবের ফেডারেশন সভাপতি হিসেবে জয় AIFF’র ইতিহাসে এক মাইলস্টোন গেঁথে দিলো।

এদিনের ভোটাভুটিতে কর্ণাটক ফুটবল এসোসিয়েশনের সভাপতি এনএ হরিশ ফেডারেশনের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী মানবেন্দ্র সিং’কে ২৯-৫ ব্যবধানে পরাজিত করেছেন।

   

৩৩ টি রাজ্য ফুটবল সংস্থা কল্যাণ চৌবেকে ভোট দিয়েছে৷ শুধু হরিয়ানা ফুটবল রাজ্য এসোসিয়েশন ভোট দেয়নি কল্যাণ চৌবেকে। ভোট গণণার সময়ে জানা যায় প্রাক্তন ফুটবলার ভাইচুং ভুটিয়া ৩৩ ভোটে পিছিয়ে। কাউন্টিং শেষে ফল ঘোষণা হতেই কল্যাণ চৌবে ফেডারেশনের সভাপতি পদে আসীন হন।

প্রসঙ্গত, বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা FIFA ভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়েছিল। কারণ FIFAর সংবিধানে যে কোনও দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষ অর্থাৎ কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (COA) কার্যভার অবৈধ, কেননা এই COA নির্বাচিত নয়,মনোনীত। আর তাই শেষ পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা ভারতীয় ফুটবলের ওপর FIFAর নিষেধাজ্ঞার খাঁড়া অবসানের জন্য ভারতের সুপ্রীম কোর্টকে ময়দানে নামতে হয়। শীর্ষ আদালতের হস্তক্ষেপে COA’র অস্তিত্ব বাতিল করে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের সঙ্গেই FIFAর নিষেধাজ্ঞার গুতো কিছুটা লাঘব হয়।

শুক্রবার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নির্বাচনের দিকে নজর রেখেছিল FIFA। এবার FIFA’র কাছে একটি লিখিত আকারে চিঠি পাঠাতে হবে। ওই চিঠিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নব নির্বাচিত প্রেসিডেন্ট সহ নির্বাচিত অন্যান্য পদাধিকারীদের নাম উল্লেখ করে AIFF’র ওপর থেকে নির্বাসনের খাঁড়া চিরতরে মুছে ফেলার জন্য আবেদন রাখা হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন