Mohammedan SC: আপাতত দক্ষিণ আফ্রিকা যাচ্ছে না মহামেডান, কিন্তু কেন?

গতবছর থেকেই আইলিগে অনবদ্য ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। আইলীগ জয়ী দল আইজল এফসি থেকে শুরু করে পরবর্তীতে রিয়াল কাশ্মীর হোক কিংবা…

Mohammedan SC

গতবছর থেকেই আইলিগে অনবদ্য ছন্দে রয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। আইলীগ জয়ী দল আইজল এফসি থেকে শুরু করে পরবর্তীতে রিয়াল কাশ্মীর হোক কিংবা রাজস্থান ইউনাইটেড অথবা ইন্টারকাশি একের পর এক দলের বিপক্ষে এসেছে জয়।বলতে গেলে প্রতিটি দলের বিপক্ষেই বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ময়দানের এই প্রধান। বর্তমানে প্রায় টানা এগারো ম্যাচ অপরাজিত রয়েছে ময়দানের এই প্রধান

।তাদের ঝুলিতে রয়েছে মোট ২৭ পয়েন্ট। অন্যান্য দল গুলির থেকে বেশ কিছুটা এগিয়ে এই ফুটবল দল। বলতে গেলে প্রায় ৭ পয়েন্টের তফাৎ রয়েছে তাদের। যা নিয়ে অনেকটাই স্বস্তিতে রয়েছে দলের সমর্থকরা। বর্তমানে আইলিগ জয় করাই অন্যতম লক্ষ্য তাদের। সেইজন্য, এবারের সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে এই তৃতীয় প্রধান।

   

পাশাপাশি নিজেদের নতুন বিদেশিকেও স্বাগত জানিয়েছে সাদা-কালো ব্রিগেড। বলতে গেলে পুরনো সমস্ত কিছু ভুলে এখন আইলীগ চ্যাম্পিয়ন হওয়ায় একমাত্র লক্ষ্য চেরনিশভের ছেলেদের। এবছর আইলিগ চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের মরশুম শুরু করায় লক্ষ্য রয়েছে ম্যানেজমেন্টের।

তার মধ্যেই গত কয়েকদিন আগে নিজেদের সময় ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেছে দলের ফুটবলাররা। প্রথমদিকে সবাই না থাকলেও পরবর্তীতে দলে যোগ দিয়েছেন সকলেরই। তবে আইলিগের মাঝেই চলতি জানুয়ারির শেষের দিকে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা ছিল ব্ল্যাক প্যান্থার্সদের। সেখানে বেশ কিছু ম্যাচ খেলার কথা ছিল ফুটবলারদের।

সেইমতো প্রস্তুতি ও নেওয়া শুরু করেছিল সাদা-কালো ম্যানেজমেন্ট। আসলে‌ নিজেদের ঝালিয়ে নেওয়াই অন্যতম লক্ষ্য ছিল তাদের। তবে এখনই দক্ষিণ আফ্রিকা সফর করা হচ্ছে না ময়দানের এই তৃতীয় প্রধানের। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিশেষ সূত্র মারফত খবর, মহামেডান স্পোর্টিংয়ের এই সফরের উপর নাকি নিষেধাজ্ঞা জারি করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যতদূর জানা গিয়েছে, আই লিগ মরশুম শেষ হওয়ার পর এই সফর করতে পারে সাদা-কালো ব্রিগেড। এই নিয়ে এখনো পর্যন্ত ক্লাবের তরফ থেকে কোনো মন্তব্য উঠে আসেনি।