ATK Mohun Bagan: লা লিগা মাতানো ফুটবলার আসতে পারে মোহনবাগানে

এমন সময় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) টিম ম্যানেজমেন্টের নাম ফের উঠে আসছে। সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট নাকি একজন লা লিগা খেলা স্প‍্যানিশ ফুটবলার কে দলে নেওয়ার ব‍্যাপারে আগ্রহ প্রকাশ ক‍রেছে বলে জানা যাচ্ছে।

Álex Baena

জানুয়ারির উইন্টার ট্রান্সফার মার্কেট এখন গরম। মরশুমের মাঝপথে প্রতিটি দল বাকি ম‍্যাচ গুলোকে দেখে নিজেদের আরো শক্তিশালী করার উদ্দেশ্যে একাধিক ফুটবলারকে নিচ্ছে। এমন সময় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) টিম ম্যানেজমেন্টের নাম ফের উঠে আসছে। সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট নাকি একজন লা লিগা খেলা স্প‍্যানিশ ফুটবলার কে দলে নেওয়ার ব‍্যাপারে আগ্রহ প্রকাশ ক‍রেছে বলে জানা যাচ্ছে।

Advertisements

২১ বছর বয়সী Alejandro “Álex” Baena Rodríguez কে দলে নেওয়ার ব‍্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। স্পেনের প্রথম সারির ক্লাব ভিলারিয়েলে খেলেন লেফট উইং পজিশনে। স্প‍্যানিশ লিগের পাশাপাশি বুন্দেসলিগা তেও খেলে এই ফুটবলার।বয়সটাও খুব কম‌। সব মিলিয়ে ১৫ টা ম‍্যাচ খেলে ৪ টে গোল এবং ১ টা অ্যাসিস্ট করেছে এই ফুটবলার‌।

বিজ্ঞাপন

বর্তমানে এই ফুটবলারের মার্কেট ভ‍্যালু ১৯.৫ কোটি টাকা। আর এই মাস দুয়েক পর ভিলারিয়েলের সাথে চুক্তি শেষ হবে এই স্প‍্যানিশ ফুটবলারের, তার উপর এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের নজর আছে। শোনা যাচ্ছে এই ফুটবলার কে লোনে দলে নিতে পারে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।