রোববার ডার্বি। তার আগে চাপে আছে কলকাতার দুই প্রধান দল। চলতি ডুরান্ডের আসরে এখনও দুই দলের জয় অধরা। ডুরান্ডের প্রথম ম্যাচে এটিকে মোহনবাগান’কে হারিয়ে বিরাট চমক দিয়েছিল রাজস্থান ইউনাইটেড। বৃহস্পতিবার সেই দলের বিরুদ্ধে ড্র করেছে ইস্টবেঙ্গল (East Bengal)।
Advertisements
ম্যাচ ড্র করলেও দলের উপর রুষ্ট নন লাল হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইন। কারণ দল গঠনে দেড়ি হওয়ায় এখনও পুরোপুরি শেপে আসেনি টিম , আর সেটা সময় সাপেক্ষ ব্যাপার।
Advertisements
এদিকে ডার্বি আগে কনস্টানটাইনের চিন্তা বাড়ালো নাওরেম মাহেশের চোট । তার অ্যাঙ্কেলের চোটের জন্যে আপাতত সপ্তাহ দুয়েক মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর ফলে ডার্বি খেলার আর কোনও সম্ভাবনা নেই । নিঃসন্দেহে ডার্বি’তে এই ফুটবলার’কে না পাওয়ায় আপাতত কপালে চিন্তায় ভাঁজ ফেলেছে লাল হলুদ কোচের ।