ভারতের হয়ে খেলার সুযোগ না পেয়ে ফিরে যাচ্ছেন ফুটবলার

Triman Ranvir

দেশের টানে ফিরে এসেছিলেন ভারতে। কয়েক দিন রইলেন এখানে। আবার ফিরে যেতে হচ্ছে বেলজিয়ামে। আবেগ ঘন এক ভিডিওর মাধ্যমে বেলজিয়ামে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন ত্রিমান রণবীর (Triman Ranvir)।

ত্রিমান রণবীর ভারতীয় বংশদ্ভুত বেলজিয়ামের ফুটবলার। মাত্র এগারো বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু করেছেন তিনি। নিয়ম অনুযায়ী এখন বেলজিয়ামের জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। বছর কয়েক আগে বেলজিয়ামের জাতীয় শিবিরে ডাক পেয়েছিলেন ত্রিমান রণবীর। ২০১৮ সালে একবার ডাক পেয়েছিলেন বেলজিয়ামের অনূর্ধ্ব ১৫ জাতীয় শিবিরে। যুব ফুটবলার হিসেবে সে দেশের বেশ কিছু ক্লাব বা অ্যাকাডেমির সঙ্গে রণবীর যুক্ত থেকেছেন।

   

বেলজিয়ামের জার্সি পরে না খেলে ভারতে চলে এসেছিলেন ত্রিমান রণবীর। বেলজিয়ামের নাগরিকত্ব একেবারে বাতিল করে দিতে চেয়েছিলেন তিনি। বদলে গ্রহণ করতে চেয়েছিলেন ভারতের নাগরিকত্ব। চলতি বছরে ভারতে এসেছিলেন। যোগ দিয়েছিলেন পাঞ্জাবের মিনার্ভা অ্যাকাডেমিতে। বেলজিয়ামে ফিরে যাওয়ার আগে তিনি ধন্যবাদ জানিয়েছেন রঞ্জিত বাজাজকে।

ত্রিমান রণবীর মূলত আক্রমণভাগের ফুটবলার। মাঠের দুই প্রান্তে খেলতে অভ্যস্ত। সেই সঙ্গে ফরোয়ার্ড পজিশনে খেলার ব্যাপারে সাবলীল। ভিডিও বার্তায় ত্রিমান বলেছেন, “গুড বাই বলতে চাই না। আবার দেখা হবে এটাই আশা করছি। ভারতের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা নিয়ে এসেছিলাম। কিন্তু নিয়মের কারণে অনেকটা সময় লাগছে। আপাতত তাই বেলজিয়ামের ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন