জনি কাউকো চোটের কারণে ফিনল্যান্ড উড়ে গিয়েছেন। এমন সময়ে হুগো বাউমাসের করা একমাত্র গোলে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয় পেয়েছে ATK মোহনবাগান। জয়ের এই আবহে মঙ্গলবার ফুটবলার তিরি’র (Tiri) টুইট পোস্ট সবুজ মেরুন সমর্থকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই টুইট পোস্ট ATKমোহনবাগান জার্সি গায়ে তিরি ক্যাপসনে লিখেছেন,”আপনি যেখানে যেতে চান সেখানে ফোকাস করুন, আপনি যা ভয় পান তা নয়!🧠🐯 “নেটিজেনরা এই টুইট পোস্ট দেখে নিজেদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ফিরে আসো,দলে যোগ দাও।
Focus where you want to go, not what you fear!🧠🐯 pic.twitter.com/tgjgBZiPbS
— 𝐓𝐢𝐫𝐢🐯 (@Tiri1991) November 29, 2022
প্রসঙ্গত,এর আগেও তিরি নিজের টুইটার হ্যান্ডেলে চোট পাওয়ার পর রিকভারি সেশনের ছবি পোস্ট করেছিল।ওই ছবি ঘিরেও ভক্তদের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল।