এবারের ” মোহনবাগান রত্ন ” যে তিনি হচ্ছেন সেই খবর পেয়েছিলেন শ্যাম থাপা (Shyam Thapa)৷ কিন্তু যতক্ষন না পর্যন্ত ক্লাবের তরফে এবিষয়ে তাকে কিছু বলা না হচ্ছিল, তিনি এবিষয়ে কোনও মন্তব্য করতে চাইনি।
এরপর বৃহস্পতিবার ক্লাব মিটিং শেষ হতেই তার কাছে আসে ফোন। মিটিং শেষে স্বয়ং ক্লাব সচিব দেবাশিস দত্ত তাকে ফোন করে এই সু-সংবাদ টি দেন। এরপরই একের পর এক অভিনন্দন বার্তায় ভাসতে থাকেন এই কিংবদন্তি ভারতীয় ফুটবলার।
১৯৭৭ থেকে ১৯৮৩ সাল অবধি মোহনবাগানে খেলেছিলেন শ্যাম। ৮১ তে নিজের চোখের সামনে সেইবার সবুজ মেরুন অধিনায়ক প্রদীপ ব্যানার্জী মোহনবাগান অধিনায়ক হতে দেখে তিনি নিজে পরের বছর অধিনায়ক হয়ে ভেবেছিলেন “মোহনবাগান রত্ন” হবেন, কিন্তু এমন কিছুই হয়নি, কিন্তু এতোদিন অপেক্ষা শেষে সেই কাঙ্খিত সন্মানে সন্মানিত হয়ে দারুণ আপ্লুত শ্যাম।
সন্মান প্রাপ্তির পর সংবাদ মাধ্যমের কাছে স্মৃতি’তে ভাসেন প্রদীপ। ৮১ তে মহামেডান স্পোর্টিং তাকে দলে পেতে প্রস্তাব। সেইবার দুর্দান্ত একটা দল গড়েছিল সাদা কালো ব্রিগেড। একদিন শ্যাম বাড়ি না থাকায় সংশ্লিষ্ট ক্লাবের কর্মকর্তারা তার স্ত্রী’র কাছে এক লাখ টাকা অগ্রিম রেখে যায়, কিন্তু সেই সময় সবুজ মেরুন সচিব ধীরেন দে তাকে ক্লাব ছাড়তে বারণ করলে তিনি আর তা নিয়ে দ্বিতীয় বার ভাবেননি, আজ দীর্ঘ এতো বছর ক্লাব রত্ন হওয়া টা একটা বৃত্ত পূরণ শ্যামের কাছে।