East Bengal in CFL : ইস্টবেঙ্গলের প্রতিশোধ! সুপার সিক্সে ডায়মন্ডকে হারিয়ে কি বললেন প্রভাত লাকরা?

বৃষ্টিস্নাত রবিবারের দুপুরে কিশোর ভারতী স্টেডিয়ামে ফের উজ্জ্বল মশাল (East Bengal)। সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড হারবার এফসিকে (Diamond Harbour FC) ৩-১ গোলে হারিয়ে কার্যত…

Footballer Provat Lakra explain on East Bengal defeats Diamond Harbour FC in CFL 2025 Super Six round

বৃষ্টিস্নাত রবিবারের দুপুরে কিশোর ভারতী স্টেডিয়ামে ফের উজ্জ্বল মশাল (East Bengal)। সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড হারবার এফসিকে (Diamond Harbour FC) ৩-১ গোলে হারিয়ে কার্যত কলকাতা লিগ (CFL 2025) জয়ের এক ধাপ দূরে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল (East Bengal)। এই জয়ের মধ্যে দিয়েই ডুরান্ড কাপের সেমিফাইনালে হারের উপযুক্ত জবাব দিল প্রভাত লাকরারা (Provat Lakra)।

Super Cup 2025: সুপার কাপে কার্যত অনিশ্চিত এই ফুটবল ক্লাব

   

ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য দেখিয়েছে লাল-হলুদ শিবির। প্রথমার্ধে ডেভিড লালহানসাঙ্গার গোল এবং দ্বিতীয়ার্ধে জেসিন টিকের জোড়া গোল ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে। ডায়মন্ড হারবারের হয়ে একমাত্র গোলটি করেন পবন।

প্রথম থেকেই দাপট ইস্টবেঙ্গলের

ম্যাচের ২৩ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ডেভিড। আমন সিকের বাড়ানো বল ধরে ডেভিডের উদ্দেশ্যে পাশ বাড়ান বিষ্ণু। সেই নিখুঁত পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশ করেন ডেভিড। প্রথমার্ধে গোলের ব্যবধান আরও বাড়তে পারত যদি না ডায়মন্ডের গোলকিপার সুস্নাত মল্লিক একাধিক অবিশ্বাস্য সেভ এবং লাল-হলুদ ফুটবলাররা একাধিক সুযোগ নষ্ট না করতেন। এদিন বাঁদিক থেকে সায়নের দুরন্ত কাটব্যাক কিংবা বিষ্ণুর আগ্রাসী ঢুকে পড়া বারবার পরীক্ষা দিতে হয়েছে ডায়মন্ড রক্ষণকে।

প্রথমার্ধে ডায়মন্ড হারবারের উল্লেখযোগ্য সুযোগ বলতে একবার জবি জাস্টিনের শট, যেটি দক্ষতার সঙ্গে ঠেকান ইস্টবেঙ্গল গোলকিপার দেবজিৎ মজুমদার।

দ্বিতীয়ার্ধে নাটকীয় উত্তেজনা

দ্বিতীয়ার্ধে ডায়মন্ড হারবার কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ম্যাচের ৭২ মিনিটে ফ্রিকিক থেকে পলের বাড়ানো বলে পবনের হেডে সমতা ফেরায় ডায়মন্ড। মুহূর্তে যেন ফিকে হয়ে আসে ইস্টবেঙ্গল সমর্থকদের জয়ের স্বপ্ন।

কিন্তু সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৫ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের ক্রস থেকে জেসিন টিকে ডান পায়ের সূক্ষ্ম টোকায় ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন।

শেষদিকে আরও একটি নিশ্চিত সুযোগ নষ্ট করেন জেসিন, যদিও অতিরিক্ত সময়ে সেই ভুল পূরণ করেন। ৫ মিনিট অতিরিক্ত সময় নির্ধারিত হলেও, ৯০+৭ মিনিটে গোল করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এই স্ট্রাইকার।

Mohun Bagan in ACL Two: বাগানকে আটকাতে ফিজিক্যাল ফিটনেসে বাড়তি নজর আহালের

Advertisements

ম্যাচ শেষে ডায়মন্ড কোচ বলেন, “হারের কারণ হিসেবে, ব্যক্তিগত ভাবে কোন এক ফুটবলারের দোষ নয়। তারা ডিফেন্ড করার অনেক চেষ্টা করেছিল। তবে আমাদের পরবর্তী লক্ষ্য ৩ পয়েন্ট।” লাল-হলুদের হয়ে জোড়া গোলের কারিগর জেসিন টিকে সম্পর্কে তিনি বলেন, “জেসিন খুব ভালো খেলেছে। আমরা জানতাম ও নামলে বিপদ আরও বাড়বে।”

ইস্টবেঙ্গল কোচ বলেন, ” আমরা জিতেছি, কিন্তু একাধিক গোলের সুযোগ নষ্ট হয়েছে। তবুও প্রতিপক্ষের ফুটবলারদের টপকে গোলের সামনে অবধি পৌঁছানো বিরাট কাজ. সেটাই ফুটবলাররা করেছে। আমাদের গেম প্ল্যান ছিল, যেদিন থেকে আমাদের দল খেলা শুরু করবে। সেই সময় থেকেই আমরা আমাদের নিজেদের দাপট দেখাব।”

লাল-হলুদ ফুটবলার প্রভাত লাকরা ম্যাচ প্রসঙ্গে প্রথমেই বলেন, “জিতে খুব ভালো লাগছে। কলকাতা লিগের সুপার সিক্স রাউন্ডে দুই ম্যাচ খেলে পয়েন্ট নিয়ে এগিয়ে রইলাম। আর মাত্র এক ম্যাচ বাকি লিগ জেতার জন্য।” ডুরান্ড কাপের কি প্রতিশোধ পূরণ হল প্রশ্ন করতেই প্রভাত বললেন, ” ডুরান্ড কাপ পার হয়ে গিয়েছে। তাই ডুরান্ড শেষ, তার প্রতিশোধ শেষ। তবে প্রতিশোধ বলে ফুটবলে কিছু হয়না। অনেক ফুটবলার খেলার সুযোগ পাচ্ছে। এটাই বড় বিষয়।”

এক পা ট্রফির পাশে

এই জয়ে সুপার সিক্সে ইস্টবেঙ্গলের পয়েন্ট এখন ছয়। শেষ ম্যাচ ২২ সেপ্টেম্বর ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে লিগ জয়। ড্র করলেও গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। চলতি মরসুমে প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে বিনো জর্জের দল। মাঠে যেমন পরিকল্পনার ছাপ, তেমনই ব্যক্তিগত দক্ষতায়ও এগিয়ে ইস্টবেঙ্গল ফুটবলাররা।

India vs Pakistan : ২২ গজের পরিসংখ্যানে এগিয়ে কে? রইল ভারত -পাক মহারণের সম্ভাব্য একাদশ

রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। তুমুল বৃষ্টির কারণে গ্যালারিতে তেমন দর্শক না থাকলেও মাঠে লাল-হলুদের খেলা দেখে বোঝার উপায় ছিল না সে কথা। অমন, সায়ন, বিষ্ণুদের ত্রিফলা আক্রমণে বিধ্বস্ত ডায়মন্ড হারবারের রক্ষণ। ম্যাচ শেষে জেসিন, বিষ্ণু, সায়ন এবং দেবজিৎদের উচ্ছ্বাসে ভরে ওঠে মাঠ।

Footballer Provat Lakra explain on East Bengal defeats Diamond Harbour FC in CFL 2025 Super Six round