ফুটবলার প্রীতম কোটাল (Pritam Kotal) শুধু মাঠের ৯০ মিনিটের বল দখলের লড়াইতে নিজেকে সীমাবদ্ধ রাখেন না। দল রঙের ওপরে উঠে, নিজের মানবিক মূল্যবোধের পরিচয় দিতে কোনও দিনও পিছপা হন নি ATK মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল।
গত বছর কলকাতা ময়দানে অতি পরিচিত লজেন্স মাসির আগরপাড়ার বাড়িতে গিয়ে তার বিপদের মুহুর্তে পাশে দাঁড়ানোর ঘটনা কারোর অজানা নয়।এবার বাগান অধিনায়ক ফের একবার নিজের মানবিকতার পরিচয় রাখলেন তিলোত্তমার পিচ রাস্তাতে।
Pritam Kotal seen lending a helping hand to a specially abled person on the streets of Kolkata. 💙
📽 @MarinersUnited #IndianFootball https://t.co/uoE4fYYyDo
— VOIF (@VoiceofIndianF1) September 16, 2022
শুক্রবার গাড়িতে যাওয়ার পথে হুইলচেয়ারে এক প্রতিবন্ধী ব্যক্তিকে দেখে অধিনায়ক প্রীতম কোটাল রাস্তায় নেমে পড়েন নিজের গাড়ি থেকে।এরপর প্রতিবন্ধী ওই ব্যক্তির হুইলচেয়ার ঠেলে নিজেই ওই ব্যক্তিকে উড়ালপুল পাড় করিয়ে দেন।
সামাজিক মাধ্যমে এই ভিডিও মুহুর্তে ভাইরাল হয়ে ওঠে।সবুজ মেরুন অধিনায়ক প্রীতম কোটালের এমন সামাজিক মূল্যবোধের পরিচয়কে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরা।