East Bengal: চোটের জন্যে রাজস্থান ইউনাইটেড ম‍্যাচে অনিশ্চিত এই লাল-হলুদ ফুটবলার

Naurem Mahesh

চলতি ডুরান্ড কাপের আসরে প্রথম ম‍্যাচে ভারতের নৌ বাহিনীর বিরুদ্ধে গোলশূন্য ভাবে ড্র করে শুরুয়াত ক‍রেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। মরশুমের প্রথম প্রতিদ্বন্দ্বীতা মূলক ম‍্যাচ। এখনও দল পুরোপুরি শেপে আসেনি। তাই এবার যাবতীয় নজর ডুরান্ডের দ্বিতীয় ম‍্যাচে।‌

বৃহস্পতিবার রাজস্থান ইউনাইটেডের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল। এই রাজস্থান গত ম‍্যাচে এটিকে মোহনবাগান’কে শেষ মুহূর্তে হারিয়ে দারুণ চমক দিয়েছিল।তাই এবার দ্বিতীয় ম‍্যাচে কলকাতার আরেক প্রধান দলের বিরুদ্ধে তারা কেমন খেলে তা নিয়ে উত্তেজিত আপামর ফুটবল সমর্থক’রা।

   

রোববার ডার্বি, তবে তা নিয়ে বিশেষ ভাবিত নন লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন।তাহলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে রাজস্থান ইউনাইটেড দলের পারফরম্যান্সের দিকে নজর আছে তার। হলেও হতে পারে।তাই কাল নিশ্চিত রক্ষণ আরো আটোসাটো ক‍রবে লাল হলুদ কোচ সেইকথা বলাই বাহুল‍্য।

এদিকে স্টিফেন’কে ডুরান্ডের আগে চিন্তায় রাখছে নাওরেম মহেশ। গত ম‍্যাচে প্রথমার্ধের খেলা শুরু’র কয়েক মুহূর্ত পরেই চোটের জন‌্যে মাঠ ছেড়েছিলেন এই ফুটবলার ।।চোটের জায়গা স্ক‍্যান করা হয়েছে তার।শোনা যাচ্ছে রাজস্থানের বিপক্ষে ম‍্যাচে নাও খেলতে পারেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন