আসন্ন বিশ্বকাপের পরেই ফ্রান্সের দায়িত্বে জিদান?

zinedine-zidane-france-coach-after-2026-world-cup-rumours

শেষ দুইটি বিশ্বকাপে অভূতপূর্ব পারফরম্যান্স থেকেছে ফরাসিদের। যার মধ্যে গত ২০১৮ সালে রাশিয়ার বুকে লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়াকে পরাজিত করে খেতাব ঘরে তুলেছিল আঁতোয়া গ্ৰিজম্যানরা। পরবর্তীতে অর্থাৎ ২০২২ সালে ও সেই সুবর্ণ সুযোগ এসেছিল কিলিয়ান এমবাপ্পেদের কাছে। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় থাকেনি। কাতারের মাটিতে ফ্রান্সকে পরাজিত করে খেতাব নিয়ে গিয়েছিল লিওনেল মেসিরা। যারফলে প্রায় কয়েক যুগ পর বিশ্বজয়ী হয়েছিল আর্জেন্টিনা। তবে সেই ধাক্কা কাটিয়ে পুনরায় সাফল্য পেতে মরিয়া ফরাসি ব্রিগেড। কিন্তু আগামী ২০২৬ বিশ্বকাপের পরেই জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন দিদিয়ের দেঁশম।

Advertisements

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসে কে হবেন পরবর্তী কোচ? এক্ষেত্রে ব্যাপকভাবে শোনা যাচ্ছে জিনেদিন জিদানের (Zinedine Zidane) নাম। চূড়ান্ত ঘোষণা না হলেও একাধিক সূত্র মারফত উঠে আসতে শুরু করেছে এই খবর। জানা যাচ্ছে আগামী বছরের জুলাই মাসেই দায়িত্ব ছাড়বেন বর্তমান কোচ‌। তারপরেই ফের কোচ হিসেবে কামব্যাক করবেন জিজু। যারফলে জিদানের (Zinedine Zidane) সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা নাকি সেরে ফেলেছে ফরাসি ফুটবল সংস্থা। উল্লেখ্য, গত ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২১ সাল পর্যন্ত স্পেনের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

   
Advertisements

পরবর্তীতে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোচিংয়ে ফেরার আভাস দিয়েছিলেন এই কিংবদন্তি। তবে সেই সময় দলের নাম না জানালেও সময়ের সাথে সাথেই স্পষ্ট হতে শুরু করে গোটা পরিস্থিতি। উল্লেখ্য, গত ১৯৯৮ এর সময় দেশের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিনেদিন জিদানের (Zinedine Zidane)। এছাড়াও রয়েছে আরও একাধিক সাফল্য। তবে দেশের হয়ে এবার নতুন ভূমিকায় কতটা মেলে ধরতে পারেন সেটাই দেখার বিষয়।