ভিক্টরের অবসরের কথা জানিয়ে দিল ইস্টবেঙ্গল

গত ২০২৩-২০২৪ মরসুমে মাঝমাঠে শক্তি বাড়াতে ভিক্টর ভাসকুয়েজকে (Victor Vazquez) দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। একটা সময় বার্সেলোনার জার্সিতে নিজের যুব ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেখানেই কাটিয়েছিলেন…

Victor Vazquez

গত ২০২৩-২০২৪ মরসুমে মাঝমাঠে শক্তি বাড়াতে ভিক্টর ভাসকুয়েজকে (Victor Vazquez) দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। একটা সময় বার্সেলোনার জার্সিতে নিজের যুব ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেখানেই কাটিয়েছিলেন অনেকটা সময়। পরবর্তীতে ইউরোপের একাধিক ফুটবল ক্লাবের হয়ে খেলতে দেখা গিয়েছিল এই স্প্যানিশ ফুটবলারকে। সেখান থেকেই যোগদান করেছিলেন টরেন্টো এফসিতে। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভরসা রেখেই সেবার দলে টেনেছিল ময়দানের এই প্রধান। প্রথমদিকে যথেষ্ট চনমনে মেজাজে দেখা গেলেও পরবর্তীতে সেভাবে সক্রিয় হয়ে উঠতে পারেননি এই তারকা।

Advertisements

একটা সময় ভিক্টর ভাসকুয়েজকে একাদশে রেখে মাঝমাঠের দখল নেওয়ার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। সময় যত এগিয়েছে ততই হতাশ করেছিলেন স্পেনের এই ফুটবলার। যারফলে মরসুম শেষেই তাঁকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। পরবর্তীতে একটি ফুটবল মরসুমের জন্য এন্ডোরার প্রথম ডিভিশনের ক্লাব এফসি সান্টা কোলোমায় যোগদান করেছিলেন ভেক্টর। মাঝমাঠের শক্তি বাড়াতেই তাঁকে দলে নিয়েছিল এই বিদেশি ফুটবল ক্লাব। ভারতের ফুটবল ক্লাবে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও বিদেশের এই দলে সুযোগ পেয়েছেন বহুবার।

   

এক নাগাড়ে খেললেন প্রায় তিনটি সিজন। তবে এবার ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ারে ইতি টানলেন বার্সেলোনার এই প্রাক্তন ফুটবলার। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দিয়েছে মশাল ব্রিগেড। ইস্টবেঙ্গলের জার্সি পরিহিত ভিক্টরের একটি ছবি আপলোড করে সেখানে লেখা হয়েছে, ‘ভিক্টর ভাজকেজকে তাঁর অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তিনি একজন খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার শেষ করেছেন। আমাদের সঙ্গে তাঁর কাটানো সমস্ত স্মৃতির জন্য তাঁকে ধন্যবাদ।’

নিজের ক্যারিয়ারের শেষের দিকে ইস্টবেঙ্গলে খুব একটা প্রভাব ফেলতে না পারলেও তাঁর দক্ষতা নিয়ে সংশয়ের অবকাশ নেই। তাই আগামী দিনে হয়তো নতুন ভূমিকায় দেখা যেতে পারে ইস্টবেঙ্গলের এই প্রাক্তন ফুটবলারকে।

Advertisements