অনিশ্চিত আইএসএল, হতাশা প্রকাশ করলেন দেবজিত মজুমদার

Debjit Majumder byte before joining new club

এই মরসুমে আদৌও হবে ইন্ডিয়ান সুপার লিগ (ISL )। সেই নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা। গত বছর পর্যন্ত এফএসডিএল এই টুর্নামেন্ট পরিচালনা করলেও এবার প্রথম থেকেই যথেষ্ট নিষ্ক্রিয় থেকেছে তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ই নভেম্বর পর্যন্ত বিড জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু একাধিক সংস্থার অনুরোধে ফেডারেশনের টেন্ডার কমিটি ডেডলাইন পিছিয়ে তা ৭ই নভেম্বর পর্যন্ত তা বাড়িয়ে দিলে ও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। বিড জমা করেনি কোনও সংস্থা। যা নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিয়েছে সকলকে।

Advertisements

এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য দলের অনুশীলন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। যা রীতিমতো হতাশ করেছে সমর্থকদের। পাশাপাশি এখনও পর্যন্ত দল গঠনের কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়নি ওডিশা এফসি থেকে শুরু করে আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। গত কয়েকদিন ধরেই নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করতে দেখা গিয়েছিল দেশের একাধিক তারকা ফুটবলারকে। এবার সেই কথাই জানালেন ইস্টবেঙ্গল গোলরক্ষক দেবজিত মজুমদার।

   

কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইট থেকে তিনি লেখেন, ‘ একজন খেলোয়াড় হিসেবে, আমার প্রিয় ভারতীয় ফুটবলকে এত অনিশ্চয়তার মধ্যে আটকে থাকতে দেখে কষ্ট লাগে। ফুটবল সবসময়ই আমার মুক্তি, আমার আবেগ, আমার সবকিছু, কিন্তু যখন ভবিষ্যৎ অস্পষ্ট মনে হয়, তখন সবচেয়ে শক্তিশালী হৃদয়ও ব্যথা করতে শুরু করে। তবুও, আমরা খেলা চালিয়ে যাই, আশা করি খেলার প্রতি ভালোবাসা আমাদের পথ দেখাবে।’ বর্তমানে তা যথেষ্ট নজর কাড়ছে দেশের ফুটবলপ্রেমীদের। উল্লেখ্য, গত সিজন থেকেই কলকাতা ময়দানের এই প্রধানের সঙ্গে যুক্ত রয়েছেন দেবজিত।

Advertisements

গতবারের পর এই মরসুমে ও ডুরান্ড কাপের পাশাপাশি আইএফএ শিল্ডের ফাইনালে ও খেলেছিলেন তিনি। তবে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে সেই ধাক্কা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।