এবার মুম্বাই ছেড়ে বিদেশে যেতে চলেছেন তিরি?

tiri-mumbai-city-fc-possible-foreign-transfer

ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের (Tiri Mumbai)সঙ্গে ড্র করে গত সিজন শুরু করেছিল মুম্বাই সিটি এফসি। দ্বিতীয় ম্যাচে ও সেবার খুব একটা বদলায়নি পরিস্থিতি। আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশিদিন।

চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড। আইএসএলের একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয়েছিল দুইবারের আইএসএল জয়ী এই দলকে। যারফলে প্রভাব এসেছিল পয়েন্ট টেবিলে। সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা।

   

উত্তর-পূর্বে শক্তি বৃদ্ধি হবে বায়ুসেনার, তেজপুর বিমানঘাঁটির জন্য অধিগ্রহণ হবে ৩৮২ একর জমি

সেবার আইএসএলের দ্বিতীয় লেগে একের পর এক দলকে টেক্কা দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল বাণিজ্য নগরীর এই দল। লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে। যারফলে ষষ্ঠ স্থান অধিকার করেছিল লালিয়ানজুয়ালা ছাংতেরা।

তারপর আন্তর্জাতিক বিরতির পর প্রথম নকআউট ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই শিবির। যেখানে তাঁদের পুনরায় লড়াই করতে হয়েছিল তৎকালীন কোচ জেরার্ড জারাগোজার বেঙ্গালুরুর বিপক্ষে। পূর্বে লিগ ম্যাচ তথা নিয়ম রক্ষার ম্যাচে মুম্বাই সিটির দাপট থাকলে ও সেটা বজায় ছিল না চ্যাম্পিয়নশিপ রাউন্ডে। অনায়াসেই জয় পেয়েছিল সুনীল ব্রিগেড। সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে ভালো ফল করার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি।

সেই হতাশা কাটিয়ে এবার গোয়ার বুকে আয়োজিত সুপার কাপে চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য ছিল মুম্বাই শিবিরের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্ৰুপ পর্বে অনবদ্য লড়াই করে সেমিফাইনালে উঠলেও পরবর্তীতে আটকে যেতে হয়েছিল মানোলো মার্কেজের এফসি গোয়ার কাছে।‌

সেমিতে ছিটকে যাওয়ার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য রয়েছে দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাবের। কিন্তু কবে থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। সেটা এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশায়। এই পরিস্থিতিতে অনুশীলন বন্ধ করার পাশাপাশি লোন ডিলের মধ্যে দিয়ে অন্যত্র যোগ দিতে শুরু করেছেন একাধিক ফুটবলরা।

যেটা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে ভারতীয় ফুটবলপ্রেমীদের। সেক্ষেত্রে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে জোসে লুইস এস্পিনোসা অ্যারোয়োর নাম। ফুটবল মহলে তিরি নামেই পরিচিত এই স্প্যানিশ তারকা। সপ্তাহ কয়েক আগে নিজের সোশ্যাল সাইট থেকে গোটা পরিস্থিতি উল্লেখ করেছিলেন আইএসএল জয়ী এই ফুটবলার।

তখন থেকেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল তাঁর ভারত ছাড়ার জল্পনা। বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি তাঁকে নিয়ে আগ্ৰহ প্রকাশ করেছে বিদেশের একাধিক ফুটবল ক্লাব। যারফলে এই জল্পনা বাড়ল আরও কিছুটা। শেষ পর্যন্ত আদৌ তিনি মুম্বাই শিবিরে থাকেন কিনা এখন সেটাই দেখার বিষয় সকলের কাছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন