Saturday, December 6, 2025
HomeSports NewsFootballছিটকে গিয়েছে মুম্বাই, গোয়ার জন্য শুভ কামনা তিরির

ছিটকে গিয়েছে মুম্বাই, গোয়ার জন্য শুভ কামনা তিরির

- Advertisement -

গত বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে নেমেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। সম্পূর্ণ সময়ের শেষে একটি গোলের ব্যবধানে সেই ম্যাচে পরাজিত হতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থাকার পর ব্র্যান্ডন ফার্নান্দেজ দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে সক্ষম হলেও ম্যাচে ফিরতে পারেনি মুম্বাই। একের পর এক সহজ সুযোগ নষ্ট করেছিলেন লালিয়ানজুয়ালা ছাংতে থেকে শুরু করে জন টোরালরা। যারফলে শেষ পর্যন্ত আর খেলায় ফিরতে পারেনি মুম্বাই।

Advertisements

গতবারের হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করার পর এবার সুপার কাপের এমন পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। এবার নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামী দিনে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে সকলের। তবে লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে‌। তাই আইএসএলের দিনক্ষণ চূড়ান্ত হলেই ফের নিজেদের প্রস্তুত করতে শুরু করে দেবেন মুম্বাই সিটি এফসির ফুটবলাররা। পাশাপাশি গতবারের মতো এবারও ফাইনালে পৌঁছানোর জন্য গোয়ার জন্য শুভ কামনা রাখলেন তিরি।

   

কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি পোস্ট করেন এই তারকা। যেখানে মুম্বাই সিটি এফসির জার্সিতে দেখা যায় এই ফুটবলারকে। পাশাপাশি তিনি লেখেন, ‘ আমাদের সুপার কাপ শেষ! তোমাদের সকলের অবিশ্বাস্য শারীরিক ও মানসিক প্রচেষ্টার জন্য আমি গর্বিত, বিশেষ করে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে! আমরা এশিয়ায় প্রতিদ্বন্দ্বিতাকারী একটি দুর্দান্ত দলের মুখোমুখি হয়েছিলাম, এবং এটি ছিল খুব কঠিন একটি ম্যাচ! এখন আমরা আইএসএল সম্পর্কে খবরের জন্য অপেক্ষা করছি। আশা করি শীঘ্রই শুরু হবে। গোয়াকে অভিনন্দন এবং ফাইনালের জন্য শুভকামনা‌।’

উল্লেখ্য, গত সিজনে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে টেক্কা দিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য বোরহা হেরেরা থেকে শুরু করে ঋত্বিক তিওয়ারিদের।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular