আজ রাতে গোয়ায় আয়োজিত হচ্ছে সুপার কাপের (Super Cup 2025) দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে লড়াই করছে এফসি গোয়া ও মুম্বাই সিটি এফসি। ইতিমধ্যেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ২-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মানোলো মার্কেজের ছেলেরা। দলের হয়ে গোল পেয়েছেন যথাক্রমে ব্রাইসন ফার্নান্দেজ এবং ডেভিড টিমোর। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রথমার্ধে দুইটি গোলের লিড আসার যথেষ্ট চাপমুক্ত হয়ে দ্বিতীয়ার্ধ শুরু করতে পারবে গতবারের সুপার কাপ জয়ীরা। সেটা বলাই চলে। অন্যদিকে, আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে ম্যাচ ফেরার লক্ষ্যে থাকবে মুম্বাই।
উল্লেখ্য, গ্ৰুপের দাপুটে ফুটবল খেলার পর এদিন ম্যাচের আগে থেকেই ধারে ভারে যথেষ্ট এগিয়ে ছিল এফসি গোয়া। ম্যাচে ও তাঁর খুব একটা বদল লক্ষ্য করা যায়নি প্রথম থেকেই যথেষ্ট সাবধানতার সাথে খেলতে দেখা যায় এফসি গোয়াকে। তাছাড়া নিজেদের ঘরের মাঠে লড়াই করা যেকোনো দলের কাছেই বাড়তি আত্মবিশ্বাস যুক্ত করে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই গোল তুলে নিতে খুব একটা ঝক্কি পোহাতে হয়নি। ম্যাচের প্রথমদিকে জাভিয়েরের শট বারে লেগে গেলেও ম্যাচের ২০ মিনিটের মাথায় চলে আসে প্রথম গোল। অনবদ্য ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়ে যান ব্রাইসন ফার্নান্দেজ।
প্রথম গোলের ঠিক মিনিট দুয়েক পরেই আসে দ্বিতীয় গোল। এবার ২৩ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে দলের হয়ে ব্যবধান বাড়িয়ে দিয়ে যান বিদেশি ফুটবলার ডেভিড টিমোর। মুম্বাই সিটি এফসির গোলরক্ষক ফূর্বা লাচেনপা যথাসাধ্য চেষ্টা করে ও বল আটকাতে পারেননি। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল দলের ফুটবলারদের মধ্যে। তারপর সময় এগোনোর সাথে সাথেই ম্যাচের দখল নিতে দেখা গিয়েছে গোয়া শিবিরকে। তাঁদের পাসিং ফুটবলে কার্যত দিশেহারা হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল মুম্বাই শিবিরের। তবুও মাঝে একবার গোলের সুযোগ পেয়েছিলেন জন টোরাল।
Timor BULLET through Lachenpa puts us 2 to the good! 😍🚀
Watch #FCGMCFC live on JioHotstar & Star Sports Khel 👉https://t.co/sGx8aHnkWv pic.twitter.com/dIQrUyfpgB
— FC Goa (@FCGoaOfficial) December 4, 2025
কিন্তু কাজের কাজ হয়নি। পোস্টে লেগে ফিরে এসেছিল সেই বল। পরবর্তীতে ৪২ মিনিটের মাথায় ফের গোল তুলে নেওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল গোয়া শিবিরের তবে এবার অনবদ্য সেভ করে বলটিকে বিপদমুক্ত করেন লাচেনপা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর অতিরিক্ত চার মিনিট সময় সংযুক্ত করা হলেও অপরিবর্তিত ছিল ফলাফল।
