গতবারের মতো এবারও সুপার কাপের ফাইনালে খেলার ছাড়পত্র পেল এফসি গোয়া। সূচি অনুযায়ী এদিন রাতে জওহরলাল নেহেরু ফতোরদা স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল (Super Cup Semifina) খেলতে নেমেছিল মানোলো মার্কেজের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। সম্পূর্ণ সময় শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল এফসি গোয়া। এদিন দলের হয়ে গোল করে যান যথাক্রমে ব্রাইসন ফার্নান্দেজ এবং ডেভিড টিমোর। অন্যদিকে, ব্র্যান্ডন ফার্নান্ডেজ ব্যবধান কমাতে সক্ষম হলেও ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
সেই নিয়ে যথেষ্ট হতাশ মুম্বাই সিটির সমর্থকরা। এই ম্যাচের আগে সকলের কাছেই যথেষ্ট হট ফেভারিট ছিল গোয়া ব্রিগেড। এদিন দেখা গেল সেই ধারা। নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টের ম্যাচ থাকায় যথেষ্ট চাপমুক্ত হয়েই এদিন মাঠে নেমেছিল বোরহা হেরেরা থেকে শুরু করে আয়ূষ ছেত্রীরা। যারফলে প্রতিপক্ষকে টেক্কা দিয়ে গোলের মুখ খুলতে খুব একটা অসুবিধে হয়নি। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই প্রথম গোল তুলে নেয় গতবারের সুপার কাপ জয়ীরা। অনবদ্য ক্রস থেকে গোল করে যান ব্রাইসন ফার্নান্দেজ। মিনিট দুয়েক পরেই আসে দ্বিতীয় গোল। এবার তেইশ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে দলের হয়ে ব্যবধান বাড়িয়ে দিয়ে যান বিদেশি ফুটবলার ডেভিড টিমোর।
মুম্বাই সিটি এফসির গোলরক্ষক ফূর্বা লাচেনপা যথাসাধ্য চেষ্টা করে ও বল আটকাতে পারেননি। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক হয়ে ওঠে পেট্র ক্র্যাটকির ছেলেরা। তারপর ঊনষাট মিনিটের মাথায় ব্র্যান্ডন ফার্নান্দেজের গোলে ব্যবধান কমায় মুম্বাই সিটি এফসি। যার ফলে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছিল মুম্বাই সমর্থকরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। একের পর এক সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হলো শেষ পর্যন্ত। দলের তারকা ফুটবলার লাশিয়ানজুয়ালা ছাংতের কাছে ম্যাচের ফেরার সুযোগ চলে এলো কাজের কাজ করতে পারেননি তিনি।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিট সময় সংযুক্ত করা হলেও ম্যাচে ফেরা সম্ভব হয়নি আকাশ মিশ্রাদের পক্ষে। তাই শেষ পর্যন্ত একটি মাত্র গোলের ব্যবধানে হেরেই সুপার কাপ থেকে ছিটকে যায় মুম্বাই সিটি।
