HomeSports NewsFootballকিছুক্ষণ পর সুপারের সেমিতে ইস্টবেঙ্গল vs পঞ্জাব, ফ্রিতে কোথায় দেখবেন মহারণ?

কিছুক্ষণ পর সুপারের সেমিতে ইস্টবেঙ্গল vs পঞ্জাব, ফ্রিতে কোথায় দেখবেন মহারণ?

- Advertisement -

সুপার কাপের দৌড় যতই চরমে উঠছে, ততই বাড়ছে ফুটবলপ্রেমীদের উত্তেজনা। মোহনবাগানের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের সুবাদে সেমিফাইনালের টিকিট পাকা করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। এরপরই অপেক্ষা চলছিল শেষ চারের মঞ্চে প্রতিপক্ষ কে? অবশেষে স্পষ্ট হয়েছে, লাল-হলুদের সামনে দাঁড়াচ্ছে পঞ্জাব এফসি। দুই দলেরই প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে, আর গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে হাজারো সমর্থকের দৃষ্টি আটকে থাকছে এই সম্মুখসমরের দিকে।

সেমিফাইনাল কবে ও কোথায়?

সুপার কাপের সূচি অনুযায়ী সেমিফাইনালের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার, গোয়ার ঐতিহ্যবাহী ফাতোরদা স্টেডিয়ামে।
ভেন্যু: ফাতোরদা স্টেডিয়াম, গোয়া
সময়: বিকেল ৪টা

   

এই ম্যাচ শেষ হতেই রাত ৮টায় সেমিফাইনালের দ্বিতীয় লড়াইয়ে মাঠে নামবে এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি।

কোথায় দেখবেন ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব ম্যাচটি?

বাড়িতে বা অফিসে বসে লাইভ ম্যাচ উপভোগ করতে চাইলে আপনাকে নজর রাখতে হবে—

JioHotstar অ্যাপ ও ওয়েবসাইটে (লাইভ স্ট্রিমিং)

Star Sports Network—টিভিতে সরাসরি সম্প্রচার
এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই ম্যাচের লাইভ কাভারেজ পাওয়া যেতে পারে।

সমানে সমান দুই প্রতিপক্ষ

এবারের সুপার কাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল ও পঞ্জাব। দুই দলই সমান তালে ছুটছে ফাইনালের দিকে। টুর্নামেন্ট শুরুর পর থেকে দু’দলের অনুশীলন ও ম্যাচের পারফরম্যান্সে প্রতিপক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়েছে দু’পক্ষই।

প্রসঙ্গত, শেষবার দুই দলের দেখা হয়েছিল প্রায় এক বছর আগে. গত বছরের ডিসেম্বরের ইন্ডিয়ান সুপার লিগে। সেই ম্যাচে ইস্টবেঙ্গল ৪-২ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল। পুরনো ফলাফল মানসিক সুবিধা দিলেও মাঠে প্রতিটি মুহূর্তই নতুন। তাই এই লড়াইয়ে কে এগিয়ে যাবে ফাইনালের পথে, তা বলবে ফুটবলের ৯০ মিনিটের যুদ্ধ।

কী দেখতে পাওয়া যেতে পারে আজ?

ইস্টবেঙ্গল চায় গতি, আক্রমণ ও ধারাবাহিকতা ধরে রেখে পাঞ্জাবকে চাপে রাখতে। অন্যদিকে পঞ্জাব এফসি লড়বে নিজেদের শক্তি, আত্মবিশ্বাস ও সংগঠিত ফুটবল নিয়ে। দুই দলের সাম্প্রতিক ছন্দই ইঙ্গিত দিচ্ছে, সেমিফাইনালের এই লড়াই হবে উত্তেজনা, ট্যাকটিকস ও প্রতিভার সম্মিলিত উৎসব।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular