Monday, December 8, 2025
HomeSports NewsFootballনব্বই মিনিটের শেষে ও অমীমাংসিত ফলাফল, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

নব্বই মিনিটের শেষে ও অমীমাংসিত ফলাফল, ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

- Advertisement -

সূচি অনুসারে আজ জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে সুপার কাপ ফাইনাল (Super Cup Final)। যেখানে লড়াই করছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং এফসি গোয়া। ম্যাচের আগে থেকেই প্রতিপক্ষ দলের তুলনায় অনেকটা এগিয়ে ছিল এফসি গোয়া। এদিন শুরু থেকেই দেখা যায় সেই ছবি।

প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল মানোলো মার্কেজের ছেলেরা। তাঁদের মাঝমাঠে বারংবার আটকে যেতে হচ্ছিল ইস্টবেঙ্গল ফুটবলারদের। তবুও সুযোগ বুঝে ঘন ঘন আক্রমণে উঠে আসতে শুরু করেছিলেন বিপিন সিংরা‌

   

নিলামের আগে ‘বিরাট’ ভবিষ্যদ্বাণী সুনীল নারিনের, কি বললেন?

তবে কাজের কাজ কিছুই হয়নি। এছাড়াও প্রথমার্ধে গোলের সুবর্ণ সুযোগ চলে এসেছিল মিগুয়েল ফেরেইরার কাছে। কিছুক্ষণ তিনি ও সেটি কাজে লাগাতে পারেননি। বারে লেগে যায় সেই বল। যারফলে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ খেলায় হারায় ইস্টবেঙ্গল।

প্রথমার্ধে অমীমাংসিত ফলাফল থাকার পর দ্বিতীয় যে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে উদান্তাদের দৌলতে বেশ কয়েকবার আক্রমণাত্মক ভঙ্গিতে ধরা দিয়েছিল গোয়ার এই ফুটবল ক্লাব‌। কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণভাগ যথেষ্ট দায়িত্ব সহকারে পরিস্থিতি সামাল দেয়।

আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলে থেকে শুরু করে আনোয়ার আলিদের উপস্থিতিতে নিজেদের ম্যাচে বাঁচিয়ে রাখার সুযোগ পায় ইস্টবেঙ্গল। এছাড়াও মাঝামাঝি সময় গোয়ার বিদেশি ফুটবলার দেজান ড্রাজিচ হেড থেকে গোলের সুযোগ পেলে ও সেটি লক্ষ্যে থাকেনি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিট সময় সংযুক্ত করেছিলেন ম্যাচ রেফারি। তবে বদলায়নি ফলাফল। স্বাভাবিকভাবেই খেলা চলে যায় অতিরিক্ত সময়ের দিকে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular